ফিরোজপুর (পঞ্জাব), 6 অগস্ট: এ বছর সবচেয়ে বড় মাদক পাচারের ছক বানচাল করল পঞ্জাব পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স দফতর ৷ পঞ্জাবের ফিরোজপুরে শনিবার দু’টি পৃথক অভিযানে মোট 77 কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যার আন্তর্জাতিক বাজারে আনুমানিক মূল্য 400 কোটি টাকা ৷ এই বছর এত বিপুল অংকের মাদক বাজেয়াপ্ত করার ঘটনা এই প্রথম হল ৷ অন্যদিকে, এই বিপুল পরিমাণ মাদক-সহ চারজন পাচারকারীকে গ্রেফতার করেছেন কাউন্টার ইন্টেলিজেন্স দফতরের আধিকারিকরা ৷ তাঁদের কাছ থেকে তিনটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব ৷
রবিবার সকালে একটি টুইট করেন পঞ্জাব পুলিশের ডিজি ৷ তিনি সেখানে জানান, ‘‘2023 সালের সবচেয়ে বড় হেরোইনের কনসাইনমেন্ট বাজেয়াপ্ত করা হয়েছে ৷ কাউন্টার ইন্টেলিজেন্স দফতরের দু’টি পৃথক দল ফিরোজপুরে অভিযান চালিয়ে 4 মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে ৷ সেই সঙ্গে 77 কেজি হেরোইন (41 কেজি ও 36 কেজি) এবং 3টি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে ৷’’