পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amrit Pal Arrested: পালাবার পথ না-পেয়ে আত্মসমর্পণ করেছেন অমৃতপাল, দাবি পঞ্জাব পুলিশের - Amrit Pal Arrested

দীর্ঘ 36 দিন টানাপোড়েনের পর রবিবার সকালে পঞ্জাবের মোগা গ্রামে গুরুদ্বারার সামনে থেকে গ্রেফতার হলেন অমৃতপাল সিং ৷ কিন্তু কী ভাবে এবং কেন ধরা দিলেন খালিস্তানি নেতা ?

Amrit Pal Singh
অমৃতপাল সিং

By

Published : Apr 23, 2023, 12:29 PM IST

চণ্ডীগড়, 23 এপ্রিল: চরমপন্থী নেতা অমৃতপাল সিং গ্রেফতার ৷ রবিবার সকালে পঞ্জাবের মোগায় রোডে গ্রামে গুরুদ্বারের সামনে থেকে তাঁকে হাতেনাতে ধরে পঞ্জাব পুলিশ ৷ 18 মার্চ থেকে তাঁর সন্ধানে চলছিল ৷ পুলিশের চোখে ধুলো দিয়ে বিভিন্ন ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিলেন নেতা ৷ 36 দিন পর তাঁকে গ্রেফতার করা গিয়েছে ৷ পঞ্জাব পুলিশের এক উচ্চ আধিকারিক জানিয়েছেন, পুলিশ তাঁকে চারদিক দিয়ে ঘিরে ফেলেছিল ৷ পালাবার কোনও পথ ছিল না বলে আত্মসমর্পণ করেন অমৃতপাল ৷ এরপরই ভোর 6.45 মিনিটে পঞ্জাব পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷

জানা গিয়েছে, ধৃত অমৃতপাল সিংকে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি অসমের ডিব্রুগড়ে নিয়ে যাওয়া যাচ্ছে ৷ ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ৷ এরপরই তিনি গ্রেফতার হন ৷ অমৃতসর পুলিশ এবং পঞ্জাব পুলিশের গোয়েন্দা সংস্থার যৌথ উদ্যোগে এই পুলিশি অভিযান হয় ৷ এই অভিযান সূত্রে পুলিশের কাছে অমৃতপাল সিংয়ের গতিবিধি সংক্রান্ত খবর আসে ৷ রোডে গ্রামের কাছে তাঁর সন্ধান পাওয়া যায় ৷ পুরো গ্রামটি চারদিক দিয়ে পুলিশ ঘিরে ফেলেছিল ৷ তাঁকে সব দিক দিয়ে ঘিরে ফেলা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর ৷ অমৃত পাল সিং নিজেকে রক্ষা করতে জন্য একটি গুরুদ্বারার মধ্যে ছিলেন ৷ সেই গুরুদ্বারার ভিতরে প্রবেশ করা হয়নি বলে দাবি পুলিশের ৷

গিলের কথায়, "গুরুদ্বারার পবিত্রতা রক্ষার কথা ভেবে পুলিশ তার মধ্যে ঢোকেনি ৷ এরপর অমৃতপাল সিং বুঝতে পারে যে, তাঁর আর পালাবার রাস্তা নেই ৷ তখন তিনি পঞ্জাব পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ৷" প্রসঙ্গত, 20 এপ্রিল অমৃতসরে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর স্ত্রী কিরণদীপ কৌরকে আটক করে পুলিশ ৷ তিনি লন্ডন যাচ্ছিলেন ৷ অমৃত পাল সিংয়ের স্ত্রী ব্রিটিশ নাগরিক ৷ এবছর ফেব্রুয়ারি মাসে তাঁদের বিয়ে হয় ৷ স্ত্রী আটকের তিন দিন পর গ্রেফতার অমৃতপাল ৷

আরও পড়ুন: মোগায় পুলিশি অভিযানে গ্রেফতার খালিস্তানি নেতা অমৃতপাল সিং

ABOUT THE AUTHOR

...view details