তরণ তারণ (পঞ্জাব), 23 সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান সীমান্ত থেকে তিনজনকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ ৷ বৃহস্পতিবার ওই তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে ৷ পঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে ভগবানপুরা নামে একটি গ্রাম রয়েছে ৷ সেখান থেকেই ওই তিনজনকে ধরে ওই রাজ্যের পুলিশ ৷ জানা গিয়েছে, তাদের কাছ থেকে ভারী অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে ৷
আরও পড়ুন :Minor Girl Gang Raped : মহারাষ্ট্রের থানেতে কয়েক মাস ধরে নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্ত 30
ভিখিউইন্ড পুলিশ জানিয়েছে, ওই তিনজন গতকাল রাতে একটি চারচাকা গাড়িতে যাচ্ছিল ৷ তখনই তাদের একটি চেকপোস্টে আটকানো হয় ৷ তাদের গাড়ি তল্লাশি করে উদ্ধার হয় 11 রাউন্ড কার্তুজ, একটা গ্রেনেড ও আইডি ৷