চণ্ডীগড়, 20 মার্চ:অমৃতপাল সিংয়ের নেতৃত্বাধীন সংগঠন 'ওয়ারিস পঞ্জাব দে'র (Waris Punjab De) সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন পাঁচজনের বিরুদ্ধে কঠোর জাতীয় নিরাপত্তা আইন (National Security Act) বা এনএসএ (NSA) প্রয়োগ করল পঞ্জাব পুলিশ (Punjab Police) ৷ 'পলাতক' অমৃতপাল ও তাঁর অনুগামীদের উপর চাপ বাড়াতেই (Crackdown on Amritpal Singh) সোমবার পঞ্জাব পুলিশের তরফ থেকে এই পদক্ষেপ করা হয় ৷ এদিন চণ্ডীগড়ে একটি সাংবাদিক সম্মেলন করেন পঞ্জাব পুলিশের আইজি সুখচ্যান সিং গিল ৷ সেখানেই পুলিশের এই সিদ্ধান্তের কথা জানান তিনি ৷ একইসঙ্গে, আরও একবার স্পষ্ট করে দেন, খালিস্তানপন্থী শিখ প্রচারক অমৃতপাল সিং পলাতক ! তবে শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে ৷
এদিনের সাংবাদিক সম্মেলনে আইজি আরও জানিয়েছেন, গত কয়েকদিনে মোট 114 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ দায়ের করা হয়েছে ছ'টি এফআইআর ৷ এই গোটা ঘটনার পিছনে আইএসআই যোগ বা বাইরের কোনও দেশের আর্থিক মদত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন আইজি ৷ সেই কারণেই অভিযুক্তদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে এনএসএ-র আওতায় মামলা রুজু করা হয়েছে ৷ এই পাঁচজনের মধ্যে রয়েছেন দলজিৎ সিং কালসি, ভগওয়ান্ত সিং, গুরমিত সিং এবং প্রধানমন্ত্রী ভাজেকে ৷ এই তিনজনকে ইতিমধ্যেই অসমের ডিব্রুগড় কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়েছে ৷