পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amritpal Singh in Nepal: গোয়েন্দা বিভাগের মদতে অমৃতপাল সিংকে ধরতে নেপালে পঞ্জাব পুলিশ - খালিস্তানি সমর্থক অমৃতপাল সিং

অমৃতপাল সিং নেপালে পালিয়ে গিয়েছেন (Amritpal Singh in Nepal) ! কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নেপাল পাড়ি দিল পঞ্জাব পুলিশ ৷ তাদের মদত করতে এগিয়ে এসেছে দিল্লি পুলিশের আধিকারিকরাও ৷

Amritpal Singh in Nepal ETV BHARAT
Amritpal Singh in Nepal

By

Published : Mar 27, 2023, 8:25 PM IST

নয়াদিল্লি, 27 মার্চ: অমৃতপাল সিংয়ের থাইল্যান্ড যোগ পেল পঞ্জাব পুলিশ ৷ আর সেই সূত্রে, খালিস্তানি সমর্থক অমৃতপাল সিংকে গ্রেফতার করতে নেপাল পাড়ি দিয়েছে পঞ্জাব পুলিশের গোয়েন্দারা ৷ তাঁদের সাহায্য করছে দিল্লি পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্সের গোয়েন্দারা ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতেই অমৃতপাল সিংকে ধরতে পঞ্জাব পুলিশের গোয়েন্দারা নেপালে গিয়েছে (Police has Reached Nepal to Arrest Amritpal Singh) ৷ গোয়েন্দা বিভাগের অনুমান অমৃতপাল সিং সরাসরি নেপাল থেকে অথবা পাকিস্তান হয়ে থাইল্যান্ড পালানোর চেষ্টা করবে ৷

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে, দুবাইয়ে থাকাকালীন অমৃতপাল সিং একাধিকবার থাইল্যান্ডে গিয়েছিলেন ৷ তাই পুলিশ এবং ভারতীয় গোয়েন্দাদের হাত থেকে বাঁচতে থাইল্যান্ড পালানোর চেষ্টা করবেন অমৃতপাল সিং ৷ আর এর পিছনে দু’টি বড় কারণ রয়েছে বলে গোয়েন্দা বিভাগ জানতে পেরেছে ৷ থাইল্যান্ডে অমৃতপালের আত্মগোপনের দু’টি জায়গা রয়েছে ৷ প্রথমটি তাঁর ব্যবসায় বিনিয়োগকারী দলজিৎ কালসি ৷ তাঁরও থাইল্যান্ড যোগ রয়েছে ৷ আর সেটা খুবই মজবুত ৷ গোয়েন্দারা জানতে পেরেছেন, গত 13 বছরে মোট 18 বার দলজিৎ কালসি থাইল্যান্ড গিয়েছেন ৷

আর অমৃতপাল সিংয়ের দ্বিতীয় থাইল্যান্ড যোগ তাঁর বান্ধবী ৷ সেই বান্ধবীর সঙ্গে দেখা করতে একাধিকবার অমৃতপাল সিং থাইল্যান্ডে গিয়েছেন অতীতে ৷ ফলে সেখানে তাঁর আত্মগোপন করে থাকতে কোনও সমস্যা হবে না ৷ তাই থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার আগেই অমৃতপাল সিংকে গ্রেফতার করতে নেপাল পাড়ি দিয়েছে পঞ্জাব পুলিশ ৷ আর তাঁদের সাহায্য করছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ ৷

আরও পড়ুন:খালিস্তান গড়তে আলাদা সেনাবাহিনী, মুদ্রা ও পতাকা তৈরি করেছেন অমৃতপাল ! দাবি পুলিশের

অন্যদিকে, পঞ্জাবের অভিনেতা দীপ সিধুর জনপ্রিয়তাকে ব্যবহারের অভিযোগ উঠল অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে ৷ দীপ সিধুর সংগঠন ‘ওয়ারিস পঞ্জাব’ এর নাম ভাঙিয়ে নিজের জনপ্রিয়তা তৈরি চেষ্টা করছেন অমৃতপাল সিং ৷ এমনই অভিযোগ করেছেন দীপ সিধুর দাদা আইনজীবী মনদ্বীপ সিধু ৷ তিনি জানিয়েছেন, দীপ সিধুর সংগঠনের কোনও নথি অমৃতপালকে দেওয়া হয়নি ৷ কারণ, তিনি দীপ সিধুর জনপ্রিয়তাকে ব্যবহার করে নিজে প্রচারের আলোয় আসতে চেয়েছিলেন ৷ তাই পরবর্তী সময়ে অমৃতপাল সিং এবং তাঁর সমর্থকরা ‘ওয়ারিস পঞ্জাব দে’ নামে একটি সংগঠন তৈরি করেছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details