হোশিয়ারপুর (পঞ্জাব), 29 মার্চ: খালিস্তানপন্থী শিখ প্রচারক অমৃতপাল সিং (Amritpal Singh) এবং তার সঙ্গীদের ধরতে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ চালাচ্ছে পঞ্জাব পুলিশ ৷ হোশিয়ারপুর গ্রামে (Hoshiarpur village) তাঁরা লুকিয়ে থাকতে পারে বলে খরব পান তদন্তকারীরা ৷ এরপরই ওই এলাকায় পঞ্জাব পুলিশ বিশাল বাহিনী বাড়ি বাড়ি তল্লাশি অভিযান শুরু করে ৷ মারনাইয়ান গ্রাম এবং তার আশেপাশে পুলিশ মোতায়েন ছিল ৷ কারণ পুলিশ মঙ্গলবার গভীর রাতে অভিযান শুরু করে (Punjab Police Search Operation) ৷
জানা গিয়েছে, সেই সময় একটি গাড়িকে ধাওয়া করে পুলিশ ৷ পুলিশের তাড়া খেয়ে ভেতরে থাকা সকলে গাড়ি ছেড়ে পালিয়ে যায় । পুলিশ অনুমান তারা গ্রামে লুকিয়ে থাকতে পারে ৷ পলাতক অমৃতপাল এবং তার সঙ্গীরাই ছিল গাড়িতে ৷ মঙ্গলবার সন্ধ্যায় পঞ্জাব পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স উইংয়ের একটি দল ফাগওয়ারা থেকে ওই গাড়িটিকে ধাওয়া করেছিল ৷ সন্দেহভাজনরা গাড়িতে তিন থেকে চারজন ছিল বলে মনে করা হচ্ছে ৷ তারা মারনায়ান গ্রামের গুরুদ্বার ভাই চঞ্চল সিং-এর কাছে তাদের গাড়ি ফেলে পালিয়ে যায় ।
সন্দেহভাজনদের ধরতে রাস্তায় চেকপোস্ট এবং ব্যারিকেড লাগানো হয় ৷ পাশাপাশি মঙ্গলবার রাতে গ্রামে এবং আশেপাশে তল্লাশি অভিযান করা হয় । আর তার অংশ হিসাবেই ওইদিন গভীর রাতে পুলিশ সন্দেহভাজনদের ধরতে ঘরে ঘরে তল্লাশি অভিযান চালায় । অমৃতপাল তাঁর জেরা থেকে পালিয়ে যাওয়ার পরেই পঞ্জাব পুলিশ আরও বেশি সতর্কতা অবলম্বন করেছে ।