চণ্ডীগড়, 21 মার্চ:অমৃতপাল সিংকে গ্রেফতার বা আটক, কোনওটাই করা হয়নি ৷ মঙ্গলবার পঞ্জাব হরিয়ানা হাইকোর্টে হলফনামা (Affidavit at Punjab and Haryana High Court) পেশ করে এই দাবি করেছে পঞ্জাব পুলিশ (Punjab Police on Amritpal Singh) ৷ পাশাপাশি, এদিনই অমৃতপালের নেতৃত্বাধীন সংগঠন 'ওয়ারিস পঞ্জাব দি'র একটি নেশামুক্তি কেন্দ্র বন্ধ করে দিয়েছে তারা ৷ অন্যদিকে, এই ইস্যুতে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকারও ৷ আন্তর্জাতিক সীমান্তগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷
অমৃতপালের অনুগামীদের একাংশের দাবি ছিল, পঞ্জাব পুলিশ তাঁকে আগেই গ্রেফতার করে আটকে রেখেছে ! কিন্তু, সেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ! এই প্রেক্ষাপটে হাইকোর্টে একটি মামলা রুজু করা হয় ৷ তাতে অমৃতপালকে আদালতে হাজির করানোর জন্য নির্দেশ জারির আবেদন করা হয় ৷ মঙ্গলবার সেই মামলার শুনানিতেই হলফনামা পেশ করে পঞ্জাব পুলিশ ৷
ওই হলফনামায় জানানো হয়েছে, গত শনিবার জাতীয় নিরাপত্তা আইনের আওতায় অমৃতপালকে পাকড়াও করার নির্দেশিকা জারি করা হয় ৷ এছাড়া, সোমবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয় ৷ কিন্তু, এখনও পর্যন্ত পুলিশ তাঁর নাগাল পায়নি ৷ কিন্তু, তাঁর চার অনুগামীকে গ্রেফতার করা হয়েছে ৷ ওই চারজন অমৃতপালকে পালাতে সাহায্য করেছিলেন ৷