অমৃতসর (পঞ্জাব), 15 মে: মত্ত অবস্থায় মহিলা বিমান কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল এক যাত্রীকে ৷ ওই যাত্রীর নাম রাজিন্দর সিং ৷ তিনি ইন্ডিগোর ফ্লাইটে দুবাই থেকে অমৃতসর ফিরছিলেন ৷ সেই ফ্লাইটেই তিনি এই ঘটনা ঘটান বলে অভিযোগ ৷ তবে ঘটনাটি কবে হয়েছে, তা জানা যায়নি ৷
পুলিশ জানিয়েছে, 6ই 1428 নম্বরের ইন্ডিগো ফ্লাইটের যাত্রী রাজিন্দর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ যে তিনি প্রথমে অতিরিক্ত মদ্যপান করেন ৷ তার পর এক মহিলা বিমান কর্মীর সঙ্গে চিৎকার করে কথা বলতে থাকেন ৷ সেই সময় ওই মহিলা বিমান কর্মীর শ্লীলতাহানি করেন রাজিন্দর ৷ ইন্ডিগো এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি ম্যানেজার অজয় কুমার এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷
ওই বিমান দুবাই থেকে এসে অবতরণ করে অমৃতসরের শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ তার পর রাজাসানসি থানার পুলিশ গ্রেফতার করে রাজিন্দরকে ৷ অভিযুক্তের বাড়ি জলন্ধরের কোটলি গ্রামে ৷ তাঁকে আদালতে পেশ করে পুলিশ ৷ আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷ তবে তাঁকে কতদিনের জন্য আদালত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে, তা জানা যায়নি ৷