পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mid-Air Molestation: মাঝ আকাশে বিমান কর্মীর শ্লীলতাহানিতে অভিযুক্ত মদ্যপ যাত্রীকে গ্রেফতার - বিচারবিভাগীয় হেফাজত

দুবাই থেকে অমৃতসরগামী ফ্লাইটে মত্ত অবস্থায় এক বিমান কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে ৷ তাঁকে পঞ্জাব পুলিশ গ্রেফতার করেছে ৷ অভিযুক্তের নাম রাজিন্দর সিং ৷

Mid-Air Molestation
Mid-Air Molestation

By

Published : May 15, 2023, 2:21 PM IST

অমৃতসর (পঞ্জাব), 15 মে: মত্ত অবস্থায় মহিলা বিমান কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল এক যাত্রীকে ৷ ওই যাত্রীর নাম রাজিন্দর সিং ৷ তিনি ইন্ডিগোর ফ্লাইটে দুবাই থেকে অমৃতসর ফিরছিলেন ৷ সেই ফ্লাইটেই তিনি এই ঘটনা ঘটান বলে অভিযোগ ৷ তবে ঘটনাটি কবে হয়েছে, তা জানা যায়নি ৷

পুলিশ জানিয়েছে, 6ই 1428 নম্বরের ইন্ডিগো ফ্লাইটের যাত্রী রাজিন্দর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ যে তিনি প্রথমে অতিরিক্ত মদ্যপান করেন ৷ তার পর এক মহিলা বিমান কর্মীর সঙ্গে চিৎকার করে কথা বলতে থাকেন ৷ সেই সময় ওই মহিলা বিমান কর্মীর শ্লীলতাহানি করেন রাজিন্দর ৷ ইন্ডিগো এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি ম্যানেজার অজয় কুমার এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷

ওই বিমান দুবাই থেকে এসে অবতরণ করে অমৃতসরের শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ তার পর রাজাসানসি থানার পুলিশ গ্রেফতার করে রাজিন্দরকে ৷ অভিযুক্তের বাড়ি জলন্ধরের কোটলি গ্রামে ৷ তাঁকে আদালতে পেশ করে পুলিশ ৷ আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷ তবে তাঁকে কতদিনের জন্য আদালত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে, তা জানা যায়নি ৷

প্রসঙ্গত, গত কয়েক মাসে এই ধরনের একাধিক ঘটনা সামনে এসেছে ৷ কখনও মত্ত অবস্থায় শ্লীলতাহানি, কখনও সহযাত্রীর আসনে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ পুলিশে অভিযোগ জানাতে দেরি হওয়ায় এয়ার ইন্ডিয়াকে জরিমানার মুখেও পড়তে হয়েছে ৷ ওই ঘটনায় যিনি গ্রেফতার হন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থার ভারতের ভাইস প্রেসিডেন্ট ৷

এবার বিমান কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ৷ এমনই একটি ঘটনা গত 23 জানুয়ারি সামনে এসেছে ৷ সেই সময় স্পাইসজেটের বিমানে মহিলা বিমান কর্মীর সঙ্গে অভব্যবতা করার অভিযোগ ওঠে এক যাত্রীর বিরুদ্ধে ৷ ওই বিমানটি দিল্লি থেকে হায়দরাবাদ যাচ্ছিল ৷ দিল্লি বিমানবন্দরেই ওই যাত্রীকে নামিয়ে দেওয়া হয় ৷ সেখানেই তাঁকে পুলিশের হাতে দেয় সংশ্লিষ্ট বিমান সংস্থা ৷

তবে এই ধরনের ঘটনা বৃদ্ধি পেতে থাকায় বিমানে কর্মী ও অন্য যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ বিমান সংস্থাগুলি বা পুলিশের তরফে এই নিয়ে কড়া পদক্ষেপ করছে ৷ তার পরও পরিস্থিতি ঠিক হচ্ছে না ৷ সেটাই উদ্বেগ আরও বৃদ্ধি করছে ৷

আরও পড়ুন:নগ্ন করে পুজোর অছিলায় 2 তরুণীকে ধর্ষণ, গ্রেফতার পুরোহিত-সহ 10

ABOUT THE AUTHOR

...view details