চণ্ডীগড় (পঞ্জাব), 20 জুলাই :করোনা আবহের মধ্যেই স্কুল খোলার নির্দেশ দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amarinder Sing) ৷ তবে সকলের জন্য নয়, স্কুলে পঠনপাঠন শুরু হবে শুধুমাত্র দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ৷ যাবতীয় কোভিড প্রোটোকল মেনেই আগামী 26 জুলাই থেকে খুলবে স্কুল ৷
আরও পড়ুন :ভারতে করোনায় মৃত্যু সরকারি হিসেবের চেয়ে 10 গুণ বেশি, দাবি সমীক্ষায়
মঙ্গলবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দফতরের (Punjab Chief Minister Office) তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে জানানো হয়েছে, ‘‘আগামী 26 জুলাই থেকেই পঞ্জাবের স্কুলগুলিতে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠনপাঠন ফের শুরু হবে ৷ এই বিষয়ে যাবতীয় প্রস্তুতি সারা হয়ে গিয়েছে ৷ এদিনই করোনা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে নতুন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ কয়েকটি ক্ষেত্রে শিথিলতা আরও বাড়ানো হয়েছে ৷ যেমন এবার থেকে যেকোনও অনুষ্ঠানে বদ্ধ জায়গায় সর্বোচ্চ 150 জনের বদলে 300 জন অংশ নিতে পারবেন ৷ তবে সেক্ষেত্রে এই জমায়েত সংশ্লিষ্ট উৎসবস্থলের সর্বাধিক ধারণ ক্ষমতার 50 শতাংশের বেশি হওয়া চলবে না ৷’’
আরও পড়ুন :জরুরি ভিত্তিতে কোভ্যাকসিন ব্যবহারের তথ্য খতিয়ে দেখছে বিশ্বস্বাস্থ্য সংস্থা
সূত্রের খবর, রাজ্যে করোনা সংক্রমণের হার কমাতেই আংশিকভাবে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার ৷ বর্তমানে পঞ্জাবে নয়া করোনা আক্রান্তের হার নেমে গিয়েছে 0.3 শতাংশে ৷ এদিন মুখ্যমন্ত্রী জানান, শুধুমাত্র দশম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্যই স্কুলে পঠনপাঠন শুরু করা হবে ৷ যে শিক্ষক ও শিক্ষিকাদের করোনা টিকার দু’টি ডোজই নেওয়া হয়ে গিয়েছে, একমাত্র তারাই স্কুলে যেতে পারবেন ৷ তবে ছাত্রছাত্রীরা স্কুলে যাবে কিনা, সেটা তাদের অভিভাবকরাই স্থির করবেন ৷ অভিভাবকরা ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে রাজি না হলে, তাদের জন্য অনলাইন ক্লাসের সুবিধাও অব্যাহত থাকবে ৷
আরও পড়ুন :Corona in India : 125 দিন পর দৈনিক সংক্রমণ নামল তিরিশ হাজারে, কমল মৃত্যুও
এইভাবে পঠনপাঠন শুরু হওয়ার পরও যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, তাহলে আগামী 2 অগাস্ট থেকে বাদবাকি শ্রেণিতেও পঠনপাঠন শুরু করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এই প্রসঙ্গে অমরিন্দর বলেন, ‘‘আগামী কয়েক সপ্তাহে করোনার সংক্রমণ আরও কমবে বলেই পূর্বাভাস দিয়েছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ৷’’ এই পরিস্থিতির কথা মাথায় রেখেই রাজ্যে জলসা, ছোটখাটো উৎসব পালনের অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তবে সেক্ষেত্রে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলেও জানিয়েছেন তিনি ৷