চণ্ডীগড়, 2 জানুয়ারি: পঞ্জাব সরকার (Punjab Government) ভিজিল্যান্স অফিসারদের (Vigilance Officers) জন্য নতুন নির্দেশ জারি করেছে । অফিসে বসা কর্মকর্তাদের জন্য ড্রেস কোড (Dress Code) তৈরি করেছে সরকার । কিন্তু যাঁদের অফিসের বাইরে গিয়ে কাজ করতে হয়, তাঁদের এই পোশাকবিধি থেকে ছাড় দেওয়া হয়েছে ৷ কারণ, সেই সময় তাঁদের বিভিন্ন সতর্কতা অবলম্বন করা প্রয়োজন । এই কারণেই রাজ্য সরকারের নির্দেশ, শুধুমাত্র অফিসে বসে থাকা কর্মচারী ও আধিকারিকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই পোশাক বিধি ।
এই বিষয়ে, পঞ্জাব সরকার প্রচুর অভিযোগ পেয়েছিল ৷ যা বিবেচনা করে সরকার ভিজিল্যান্স অফিসারদের পোশাক এবং সময় সীমাবদ্ধতার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে । এছাড়া নতুন বছরের শুরুতে রাজ্য সরকার আরও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ৷ তার মধ্য়ে অন্যতম গুরুত্বপূর্ণ একশো দিনের কাজের (MNREGS) নিয়মে বদল ৷
সেই পরিবর্তিত নিয়ম অনুসারে, এই প্রকল্পের অধীনে যাঁরা কাজ করছেন, তাঁদের জন্য ডিজিটাল উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে । কেন্দ্রীয় সরকার 23 ডিসেম্বর 2022-এ সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এই বিষয়ে একটি চিঠি লিখেছিল । গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের নির্দেশিকা অনুসারে, 1 জানুয়ারি, 2023 থেকে একশো দিনের কাজ প্রকল্পের অধীনে কর্মরত শ্রমিকদের জন্য ডিজিটাল উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে । এর উদ্দেশ্য, দুর্নীতি প্রতিরোধ এবং দায়বদ্ধতা বৃদ্ধি করা ৷