পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Punjab Government: ভিজিল্যান্স অফিসারদের জিন্স-টি শার্ট পরায় নিষেধাজ্ঞা পঞ্জাব সরকারের - ড্রেস কোড

পঞ্জাবে এখন ভিজিল্যান্স অফিসাররা (Vigilance Officers) জিন্স ও টি-শার্ট পরতে পারবেন না। অফিসে বসা কর্মকর্তাদের জন্য এই নির্দেশ জারি করেছে সরকার (Punjab Government)। এখন প্রতিটি পদমর্যাদার কর্মকর্তাদের আনুষ্ঠানিক পোশাক পরে অফিসে প্রবেশ করতে হয় ।

Vigilance Officers
ভিজিল্যান্স অফিসার

By

Published : Jan 2, 2023, 7:33 PM IST

চণ্ডীগড়, 2 জানুয়ারি: পঞ্জাব সরকার (Punjab Government) ভিজিল্যান্স অফিসারদের (Vigilance Officers) জন্য নতুন নির্দেশ জারি করেছে । অফিসে বসা কর্মকর্তাদের জন্য ড্রেস কোড (Dress Code) তৈরি করেছে সরকার । কিন্তু যাঁদের অফিসের বাইরে গিয়ে কাজ করতে হয়, তাঁদের এই পোশাকবিধি থেকে ছাড় দেওয়া হয়েছে ৷ কারণ, সেই সময় তাঁদের বিভিন্ন সতর্কতা অবলম্বন করা প্রয়োজন । এই কারণেই রাজ্য সরকারের নির্দেশ, শুধুমাত্র অফিসে বসে থাকা কর্মচারী ও আধিকারিকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই পোশাক বিধি ।

এই বিষয়ে, পঞ্জাব সরকার প্রচুর অভিযোগ পেয়েছিল ৷ যা বিবেচনা করে সরকার ভিজিল্যান্স অফিসারদের পোশাক এবং সময় সীমাবদ্ধতার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে । এছাড়া নতুন বছরের শুরুতে রাজ্য সরকার আরও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ৷ তার মধ্য়ে অন্যতম গুরুত্বপূর্ণ একশো দিনের কাজের (MNREGS) নিয়মে বদল ৷

সেই পরিবর্তিত নিয়ম অনুসারে, এই প্রকল্পের অধীনে যাঁরা কাজ করছেন, তাঁদের জন্য ডিজিটাল উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে । কেন্দ্রীয় সরকার 23 ডিসেম্বর 2022-এ সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এই বিষয়ে একটি চিঠি লিখেছিল । গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের নির্দেশিকা অনুসারে, 1 জানুয়ারি, 2023 থেকে একশো দিনের কাজ প্রকল্পের অধীনে কর্মরত শ্রমিকদের জন্য ডিজিটাল উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে । এর উদ্দেশ্য, দুর্নীতি প্রতিরোধ এবং দায়বদ্ধতা বৃদ্ধি করা ৷

এই বিষয়ে, কেন্দ্রের জারি করা আদেশে বলা হয়েছে যে যারা এই প্রকল্পের অধীনে কাজ করছেন, তাঁদের জন্য কর্মক্ষেত্রে উপস্থিতি মোবাইল অ্যাপ ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেমে নিবন্ধন করা বাধ্যতামূলক । ব্যক্তিগত সুবিধাভোগী স্কিম বা প্রকল্পকে ছাড় দেওয়া হয়েছে ।

রাজ্যে চরম শীতের কারণে পঞ্জাব সরকার আগামী 8 জানুয়ারি পর্যন্ত সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শীতকালীন ছুটি ঘোষণা করেছে । এই বিষয়ে তথ্য প্রদান করে পাঞ্জাবের সামাজিক নিরাপত্তা, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী ড. বলজিৎ কৌর বলেছেন যে ছোট শিশুদের শীতের হাত থেকে রক্ষা করতে রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 8 জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে । পঞ্জাবের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র 9 জানুয়ারি 2023-এ খুলবে ।

পঞ্জাব স্কুল শিক্ষা বিভাগ 2022 এর 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ৷ সেই ছুটি বাড়ানো হয়েছে ৷ স্কুলগুলি আগামী 9 জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে বলে ঘোষণা করা হয়েছে ৷ সমস্ত সরকারি, সাহায্যপ্রাপ্ত, স্বীকৃত ও বেসরকারি স্কুলগুলিকে অবশ্যই রাজ্য সরকারের নির্দেশ মেনে চলতে হবে ।

আরও পড়ুন:বরেলিতে সরকারি কর্মচারীদের জিনস ও টি-শার্ট পরায় নিষেধাজ্ঞা

ABOUT THE AUTHOR

...view details