পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Home Delivery of Sand: চোরাচালান রুখতে রাজ্যে বালির হোম ডেলিভারি করবে পঞ্জাব সরকার

বালির চোরাচালান রুখতে বদ্ধ পরিকর আম আদমি পার্টি (Aam Aadmi Party) পরিচালিত পঞ্জাব সরকার (Punjab Government) ৷ এর জন্য আগামী দিনে সরকারিভাবে 'হোম ডেলিভারি' (Home Delivery of Sand) শুরু করার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷

Punjab Government going to start Home Delivery of Sand throughout the state
প্রতীকী ছবি ৷

By

Published : Dec 31, 2022, 1:20 PM IST

অমৃতসর, 31 ডিসেম্বর: বালিপাচার রুখতে ও বালির চোরাকারবার (Sand Smuggling) বন্ধ করতে আগেই কঠোর পদক্ষেপ করেছে আম আদমি পার্টি (Aam Aadmi Party) পরিচালিত পঞ্জাব সরকার (Punjab Government) ৷ অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল রাজ্য়ের শাসন ক্ষমতায় আসতেই বালি খননের উপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে ৷ এর ফলে বিপাকে পড়েছে নির্মাণ সংস্থাগুলি ৷ বহু জায়গাতেই নির্মাণকাজ স্থগিত করে দিতে হয়েছে ৷ সমস্যা মোকাবিলায় সরকার যে অত্যন্ত তৎপর, ইতিমধ্য়েই সেকথা জানিয়েছেন রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য হরজৌত সিং বৈন্স (Harjot Singh Bains) ৷ তিনি জানিয়েছেন, শীঘ্রই পঞ্জাবে বালির 'হোম ডেলিভারি' (Home Delivery of Sand) শুরু করবে রাজ্য সরকার ৷ সাধারণ নাগরিকরা অবশ্যই ন্যূনতম মূল্যে বালি কিনতে পারবেন ৷

মন্ত্রী জানিয়েছেন, আগামী দিনে একটি মোবাইল অ্য়াপের মাধ্যমে বালির হোম ডেলিভারি পরিষেবা শুরু করা হবে ৷ এর জন্য একটি বেসরকারি ব্য়াংকের সঙ্গে একজোট হয়ে কাজ করছে রাজ্যের সরকার ৷ সরকারের তরফে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক ও ইঞ্জিনিয়ররা অ্যাপ তৈরি করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ৷ সেই কাজে তাঁদের সহযোগিতা করছে ওই বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ ৷ খুব শীঘ্র ওই অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ৷ বালির দাম থেকে শুরু করে তা পরিবহণের খরচ-সহ সংশ্লিষ্ট সমস্ত তথ্য ওই অ্য়াপে দেওয়া থাকবে ৷ গ্রাহক বালির বরাত দিয়ে টাকা মেটালেই নির্দিষ্ট সময়ের মধ্যে তা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হবে ৷

আরও পড়ুন:সন্ত্রাসবাদীদের নিশানায় পঞ্জাব ! জারি সতর্কতা

হরজৌত জানিয়েছেন, পঞ্জাবে বালির চোরাকারবার বন্ধ করতে আপ (AAP) সরকার বদ্ধপরিকর ৷ তার জন্য সবরকমের কঠোর পদক্ষেপ করা হচ্ছে ৷ ইতিমধ্যেই সরকারি বিক্রয়কেন্দ্র খোলা হয়েছে ৷ ওইসব জায়গা থেকে ন্যায্য মূল্যে সরাসরি বালি ও পাথর কিনতে পারবেন গ্রাহকরা ৷ এর ফলে বালির দাম আগের তুলনায় অন্তত চারভাগের একভাগ হবে ! ইতিমধ্যেই রাজ্যে বালির দর স্থির করার কাজ সেরে ফেলেছে সরকার ৷

রাজ্যের দাবি, এই নয়া ব্যবস্থাপনায় সাধারণ মানুষের পকেট যেমন বাঁচবে, একইসঙ্গে সরকারেরও আয় বাড়বে ৷ গত 1 নভেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত, 10 দিনের জন্য রাজ্য সরকার বালি উত্তোলনের ছাড়পত্র দিয়েছিল ৷ তাতেই রাজ্যের বাড়তি 25 কোটি টাকা আয় হয়েছে ৷ দৈনিক হিসাবে পরিমাণটা হয়, 2 কোটি 50 লক্ষ টাকা ৷ এভাবে চললে আগামী দিনে এই প্রক্রিয়ায় রাজ্য সরকার রোজ অতিরিক্ত 3 কোটি 30 লক্ষ থেকে 4 কোটি টাকা আয় করবে ৷ তবে, এরই মধ্য়ে হাইকোর্ট বালি উত্তোলনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ৷ সেই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 4 জানুয়ারি ৷ এই মামলার ফলে সরকার যে সমস্যায় পড়েছে, তা কার্যত স্বীকার করে নিয়েছেন হরজৌত ৷

ABOUT THE AUTHOR

...view details