অমৃতসর, 3 ডিসেম্বর: ড্রোনের মাধ্যমে অস্ত্রপাচার চলছে রমরমিয়ে ৷ পঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত ফিরোজপুর থেকে কাউন্টার ইন্টেলিজেন্সের দল (Counter Intelligence, CI) ও বিএসএফ ফের অস্ত্র উদ্ধার করল ৷ ডিজিপি গৌরব যাদব বিষয়টি নিশ্চিত করে টুইট করেছেন ৷ জানা গিয়েছে, ড্রোনের মাধ্যমে এই অস্ত্রশস্ত্রগুলি পাকিস্তান থেকে ভারত সীমান্তে পাঠানো হয়েছিল (Counter Intelligence (CI) team of Punjab has recovered a consignment of arms once again after two days. These weapons have once again been recovered from the Ferozepur border) ৷
পঞ্জাবের ডিজিপি উদ্ধার হওয়া অস্ত্রের ছবি পোস্ট করে টুইট করেন,"অস্ত্র সংক্রান্ত নির্দিষ্ট কিছু খবর দিয়েছিল অমৃতসর সিআই ৷ ফিরোজপুর থেকে বিএসএফ 5টি একে-47 রাইফেল, 5 টি পিস্তল এবং 15টি ম্যাগাজিন উদ্ধার করেছে ৷ মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের নির্দেশ অনুযায়ী পঞ্জাব পুলিশ পঞ্জাবকে সুরক্ষিত রাখতে দায়বদ্ধ ৷"