পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Charanjit Singh Channi : পঞ্জাবে নয়া কৃষি আইন বাতিল করতে বিশেষ অধিবেশনের ডাক মুখ্যমন্ত্রীর - অমরিন্দর সিং

ভোটের আগে কৃষি আইন নিয়ে ক্রমশ পারদ চড়ছে পঞ্জাবে ৷ কেন্দ্রের আনা নয়া তিন কৃষি আইন রাজ্যে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার ৷ তার জন্য 8 নভেম্বর বিধানসভার বিশেষ অধিবেশন ঘোষণা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ৷

Punjab CM Charanjit Singh Channi calls special assembly session on Nov 8 to repeal farm laws
Charanjit Singh Channi : পঞ্জাবে নয়া কৃষি আইন বাতিল করতে বিশেষ অধিবেশনের ডাক মুখ্যমন্ত্রীর

By

Published : Oct 27, 2021, 1:50 PM IST

লুধিয়ানা, 27 অক্টোবর : কেন্দ্রের নয়া তিন কৃষি আইন রাজ্যে বাতিল করতে আগামী 8 নভেম্বর বিধানসভার বিশেষ অধিবেশন ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi) ৷ বুধবার রাজ্য মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন তিনি ৷ তারপরই বিশেষ অধিবেশনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, 8 নভেম্বরের বিশেষ অধিবেশনেই রাজ্যে সীমান্ত রক্ষী বাহিনী (Border Security Force) বা বিএসএফ-এর (BSF) কর্মকাণ্ডের সীমা বৃদ্ধি সংক্রান্ত নির্দেশিকাও জারি করা হবে ৷

আরও পড়ুন :Amarinder Singh : কমিশনের অনুমোদন পেলেই নতুন দলের নাম ও প্রতীক ঘোষণা, জানালেন অমরিন্দর

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চরণজিৎ বলেন, কেন্দ্রীয় সরকার নয়া তিন কৃষি আইন বাতিল করছে না ৷ সেই কারণেই, রাজ্যকে এই বিষয়ে পদক্ষেপ করতে হচ্ছে ৷ রাজ্য মন্ত্রিসভায় এই সংক্রান্ত একটি প্রস্তাব পাস করা হয়েছে ৷ সেই অনুযায়ী, আগামী 8 নভেম্বর বিধানসভার বিশেষ অধিবেশনে নয়া তিন কৃষি আইনকে রাজ্যে বাতিল করা হবে ৷ একইসঙ্গে, পঞ্জাবে বিএসএফ-এর কর্মকাণ্ডের সীমা সীমান্ত লাগোয়া 15 কিলোমিটার এলাকা থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করার কেন্দ্রীয় সিদ্ধান্তেরও বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী ৷ এদিন বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে চরণজিৎ বলেন, ‘‘কেন্দ্রের কাছে আমাদের আর্জি, তারা অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহার করুক ৷ আমরা তাদের 8 নভেম্বর পর্যন্ত সময় দিচ্ছি ৷ তার মধ্যে কিছু না হলে বাধ্য হয়েই আমাদের পদক্ষেপ করতে হবে ৷ তাতে কেন্দ্র-রাজ্য সম্পর্ক খারাপ হবে ৷’’

আরও পড়ুন :Navjot Singh Sidhu: সোনিয়া-সাক্ষাতে 13 দফা কর্মসূচি কার্যকর করার দাবিতে চিঠি সিধুর

এদিকে, এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুখিন্দর সিং রণধাওয়া ৷ যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা ৷ আগামী বছরই বিধানসভা নির্বাচন হবে পঞ্জাবে ৷ তার আগে শাসকদল কংগ্রেসের অন্দরে পরিস্থিতি একেবারেই টালমাটাল ৷ অন্যদিকে, এদিনই নতুন দল গড়ার কথা ঘোষণা করেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amarinder Singh) ৷ সূত্রের খবর, ‘কৃষকদের স্বার্থে’ আগামী দিনে তিনি গেরুয়া শিবিরের সঙ্গেও গাঁটছড়া বাঁধতে পারেন ৷ যা কংগ্রেসের জন্য মোটেই ভালো খবর নয় ৷ কংগ্রেস প্রথম থেকেই কৃষক আন্দোলনকে সমর্থন করে এসেছে ৷ আর কৃষক আন্দোলনে পঞ্জাবের কৃষকদের যোগদানই সবথেকে বেশি ৷ ফলে সব মিলিয়ে আগামী দিনে বিধানসভা ভোটের আগে আবারও চড়তে চলেছে পঞ্জাব রাজনীতির পারদ ৷ যার ভরকেন্দ্র থাকছে কৃষক আন্দোলনের মঞ্চে ৷ অন্তত এমনই মত ওয়াকিবহাল মহলের ৷

ABOUT THE AUTHOR

...view details