চণ্ডীগড়, 7 জুলাই: পঞ্জাবের মসনদে বসার চার মাসের মধ্যে দ্বিতীয়বার বিয়ে সারলেন সেখানকার মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ৷ বৃহস্পতিবার চণ্ডীগড়ে পাত্রী গুরপ্রীত কৌরের সঙ্গে বিবাহ বন্ধনে আবন্ধ হন মান (Punjab CM Bhagwant Mann marriage) ৷
এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল খুব বেশি জাঁকজমকের আয়োজন না থাকলেও দলীয় মুখ্যমন্ত্রীর এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ ছিলেন দলের সাংসদ রাঘব চাড্ডা ৷ ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভগবন্তের বিয়ের ছবি ও ভিডিয়ো ৷
কেজরিওয়ালের উপস্থিতিতে বিয়ে সারলেন ভগবন্ত মান ছিলেন আপ সাংসদ রাঘব চাড্ডা এই নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন প্রাক্তন এই কৌতুকাভিনেতা ৷ শোনা যায়, স্ট্যান্ড আপ কমেডি ছেড়ে পাকাপাকিভাবে রাজনীতিতে যোগদানের কারণে প্রথম পক্ষের স্ত্রী'য়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় মানের ৷ দুই সন্তানকে নিয়ে আপাতত যুক্তরাজ্যে থাকেন পঞ্জাব মুখ্যমন্ত্রীর প্রাক্তন স্ত্রী ইন্দরপ্রীত সিং ৷
ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভগবন্তের বিয়ের ছবি দ্বিতীয়বার বিয়ে সারলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান আরও পড়ুন : ব্যাকফুটে বরিস ! কেন এই অবস্থা, জানালেন লন্ডনের বাঙালি কাউন্সিলর
48 বছর বয়সি ভগবন্ত সিং মানের বর্তমান স্ত্রী গুরপ্রীত কৌরের বাড়ি হরিয়ানার কুরুক্ষেত্রের পেহোয়ায় ৷ তিনি পেশায় একজন চিকিৎসক ৷ 2019 লোকসভা ভোটের প্রচারের সময় ভগবন্ত মানের সঙ্গে পরিচয় হয় গুরপ্রীত কৌরের ৷ সেই সম্পর্ক এবার বাঁধা পড়ল বৈবাহিক বন্ধনে ৷