চণ্ডীগড়, 1 মার্চ : চার বছর পর আবার পঞ্জাবে ফিরতে চলেছেন প্রশান্ত কিশোর ৷ এবার তিনি হতে চলেছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ‘প্রধান উপদেষ্টা’ ৷ সোমবার টুইট করে এই কথা জানিয়েছেন ক্যাপ্টেন ৷ এর আগে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের তরফে ভোটকুশলী হিসেবে কাজ করেছিলেন প্রশান্ত ৷ তাঁকে নিয়োগ করার ফলও পেয়েছিল কংগ্রেস ৷ বিপুল জনসমর্থন নিয়ে পঞ্জাবে সরকার তৈরি করে কংগ্রেস ৷ ফলে প্রশান্ত কিশোরের ‘প্রত্যাবর্তন’ স্বাভাবিক ভাবেই তাৎপর্যপূর্ণ ৷
এদিন টুইটে এই ঘোষণা করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং লিখেছেন, ‘‘এই খবর জানাতে পেরে খুশি যে প্রশান্ত কিশোর আমার সঙ্গে প্রধান উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেছেন ৷ পঞ্জাবের মানুষের ভালো করার জন্য এক সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি ৷’’
এর পরই পঞ্জাবে মুখ্যমন্ত্রীর দফতরের টুইটার হ্যান্ডেল থেকেও একটি টুইট করা হয় ৷ সেখানে লেখা হয় যে প্রশান্ত কিশোরকে ক্যাবিনেট মন্ত্রীর ব়্যাঙ্ক দেওয়া হল ৷ তিনি 1 টাকা সাম্মানিক নিয়ে এই কাজ করবেন ৷