চণ্ডীগড়, 2 ফেব্রুয়ারি : সাধারণতন্ত্র দিবসে দিল্লি-হরিয়ানার সীমানা থেকে শতাধিক নিখোঁজকে নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ সেই সঙ্গে তাঁদের খুঁজে বের করতে একটি হেল্প লাইন নম্বর চালু করেছেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ৷ 112 টোল ফ্রি নম্বরে ফোন করে জানালে তৎক্ষণাত সেই ব্যক্তিকে খোঁজার কাজ শুরু করবে পঞ্জাব প্রশাসন ৷
অন্যদিকে, রাজধানীতে ট্র্যাক্টর মিছিলকে কেন্দ্র করে যে সব কৃষকের উপর মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ তাঁদের মামলা লড়তে এবং আইনি পরামর্শ দিতে নিজের তত্ত্বাবধানে 70 জন আইনজীবীকে নিযুক্ত করেছেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ৷ অমরিন্দর সিং আরও জানিয়েছেন, তাঁর মন্ত্রিসভার সদস্যরা কেন্দ্রীয়মন্ত্রীর সঙ্গে এনিয়ে আলোচনা করবেন ৷ পাশাপাশি তিনি নিজে নিখোঁজ ও মামলা চলা কৃষকদের বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করবেন ৷