পঞ্জাব, 17 এপ্রিল : পঞ্জাবের মানুষকে সমস্যায় ফেলা সরকারের উদ্দেশ্য নয় ৷ নাগরিকদের সুরক্ষা চান তারা ৷ আজ করোনার বিধিনিষেধ নিয়ে এমনটাই জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ আজ বেসরকারি এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷ সেই সঙ্গে তিনি শহরাঞ্চলের যুবসমাজ করোনায় বেশি করে আক্রান্ত হওয়ায় নিজের চিন্তা ব্যক্ত করেছেন তিনি ৷
আজ এক বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অংশ নেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৷ সেখানেই পঞ্জাবের করোনা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানান তিনি ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কথায়, শেষবার যখন লুধিয়ানায় তাঁর সরকার লকডাউন ঘোষণা করেছিল ৷ সেই সময় পঞ্জাবের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে গিয়েছিল ৷ প্রায় 400 ট্রেনের ব্যবস্থা করে মানুষজনকে মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্যে পাঠাতে হয়েছিল পঞ্জাব সরকারকে ৷