পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Punjab Bans Chinese Manja: চিনা মাঞ্জা নিষিদ্ধ করল পঞ্জাব সরকার - পঞ্জাব সরকার

মধ্যপ্রদেশের পর পঞ্জাবে নিষিদ্ধ হল চিনা মাঞ্জা বিক্রি (Punjab Bans Chinese Manja) ৷ রবিবার এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Punjab CM Bhagwant Mann) চিনা মাঞ্জা ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ৷

Chinese manja ban
পঞ্জাবে নিষিদ্ধ হল চিনা মাঞ্জা বিক্রি

By

Published : Jan 8, 2023, 9:36 PM IST

পঞ্জাব, 8 জানুয়ারি: চিনা মাঞ্জা বিক্রি নিষিদ্ধ করল পঞ্জাব সরকার ৷ রবিবার রাজ্যে চিনা মাঞ্জা তৈরি, বিক্রয় এবং ব্যবহার নিষিদ্ধ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে পাঞ্জাব পুলিশের তরফে ৷ শনিবার চিনা মাঞ্জা বিক্রেতাদের বিরুদ্ধে উজ্জয়িনী পুলিশের তরফে ধরপাকড় হয় ৷ তারপরই এই নির্দেশিকা জারি করা হল পঞ্জাবে (Punjab bans sale of Chinese manja) ৷

মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর (Punjab Chief Minister Bhagwant Mann) নির্দেশ অনুসারে, যাঁরা চিনা মাঞ্জা কিনবেন বা বিক্রি করবেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । পঞ্জাব পুলিশের তরফে টুইট করে পরামর্শ দেওয়া হয়েছে, চিনা মাঞ্জা একটি নন-বায়োডিগ্রেডেবল পদার্থ । এটি পচে যায় না এবং দীর্ঘ সময়ে পরিবেশের ভেতর থেকে যায় ৷ পুলিশের দেওয়া পরামর্শে আরও বলা হয়েছে, চিনা মাঞ্জা বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে । এমনকী অভিভাবকদের কাছে অনুরোধ করা হয়েছে ৷ যাতে তাঁরা সন্তানদের ঘুড়ি ওড়ানোর জন্য চিনা মাঞ্জা ব্যবহার অনুমতি না দেন ৷ চিনা মাঞ্জা ব্যবহার করলে এর ফল কী হবে, তা সম্পর্কে সচেতন করার কথা বলা হয়েছে ।

চিনা মাঞ্জার কারণে গলা কাটে তরুণী ও যুবকের মৃত্যু হয়েছে । এরপরই শনিবার উজ্জয়িনীর পুলিশ ঘুড়ি ওড়ানোতে ব্যবহৃত নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা বিক্রি ও ব্যবহারে বিরুদ্ধে অভিযান শুরু করে । ব্যবহারকারী ও বিক্রেতাদের সনাক্ত করতে পুলিশ ড্রোন দিয়ে নজরদারি চালায় ৷ নিষিদ্ধ চিনা মাঞ্জা আটক করেছে ৷ উজ্জয়িনী পুলিশের সিটি সুপারিনটেনডেন্ট বিনোদ মীনা বলেন, "জেলায় চিনা মাঞ্জা ক্রয়, বিক্রয় এবং ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে । এখানে দুজন ব্যবসায়ী চিনা মাঞ্জা বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন । পুলিশ প্রশাসন ওই দুই ব্যবসায়ীর বাড়ি ভেঙে দিয়েছে ৷ বাড়ির ছাদ ঘুড়ি ওড়ানোর সময় চিনা মাঞ্জা ব্যবহার কর হচ্ছে কি না তা দেখা হচ্ছে । এর পাশাপাশি বাজারের দোকানগুলিতে তল্লাশি চলছে ।" জানা গিয়েছে, চিনা মাঞ্জা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে ।

আরও পড়ুন:চিনা মাঞ্জায় একাধিক দুর্ঘটনা মা উড়ালপুলে, এবার বিশেষ নজরদারি কলকাতা পুলিশের

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্যেও চিনা মাঞ্জার কারণে আহত থেকে মৃত্যুর ঘটনা ঘটে প্রায়শ্যই ৷ এই মাঞ্জা নিষিদ্ধ করা হলেও এখনও যততত্র তার ব্যবহার করা হয় ৷ এর জেরে কলকাতার মা উড়ালপুলে (Maa Flyover) বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে ৷ বেশিরভাগ বাইক আরোহীরা আহত হন ৷

ABOUT THE AUTHOR

...view details