চণ্ডীগড়, 17 জানুয়ারি : পিছিয়ে গেল পঞ্জাব বিধানসভার নির্বাচন ৷ 14 ফেব্রুয়ারির বদলে নির্বাচন হবে 20 ফেব্রুয়ারি ৷ সোমবার এই নয়া নির্ঘণ্টের কথা জানাল নির্বাচন কমিশন (Punjab Assembly Election 2022) ৷
পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বিধানসভা নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন জানান ৷ সেই চিঠিতে তিনি লেখেন, রাজ্যের মোট জনসংখ্যার 32 শতাংশ তফশিলি জাতি সম্প্রদায়ের মানুষ রয়েছেন ৷ তাঁদের প্রতিনিধিরা আমায় জানান যে, 16 ফেব্রুয়ারি শ্রী গুরু রবিদাসের জন্মবার্ষিকী ৷ এই উপলক্ষ্যে রাজ্য থেকে বিপুল সংখ্যক প্রায় 20 লাখ তফশিলি ভক্ত 10 থেকে 16 ফেব্রুয়ারির মধ্যে উত্তরপ্রদেশের বেনারসে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এই পরিস্থিতিতে নির্বাচন হলে রাজ্যের এই সম্প্রদায়ের অনেক লোক ভোট দিতে পারবেন না ৷