পুনে, 23 অগস্ট: একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আদিম অনুন্নত যুগের মানসিকতা ৷ সে রকমই এক লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের পুনে (Woman Forced to Bath in Public)৷ পুত্র সন্তান পেতে ও সংসারে শান্তি-সমৃদ্ধি আনতে ধূমধাম করে আঘোরি পুজো করাল এক পরিবার ৷ আর সেই পুজোর 'আচার' মেনে সর্বসমক্ষে স্নান করানো হল বাড়ির পুত্রবধূকে ৷ প্রবল আপত্তি সত্ত্বেও তাঁকে তা করতে বাধ্য করলেন তাঁর স্বামী ও শ্বশুর-শাশুড়ি ৷ এই ঘটনায় অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ ৷ আর যে তান্ত্রিকের পরামর্শে এই গোটা ঘটনা ঘটেছে, সেই মৌলানা বাবা জামদার পলাতক ৷ পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে ৷
আম্বেগাঁও এলাকার এই ঘটনায় ওই মহিলার স্বামী শিবরাজ কোরাটকর, শ্বশুর রাজেন্দ্র কোরাটকর (64) ও শাশুড়ি চিত্রলেখার (62) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ তিনজনেই এখন শ্রীঘরে ৷ পুলিশ জানিয়েছে, 2013 সাল থেকেই অত্যাচার চলত গৃহবধূ নন্দাভীর উপর ৷ তাঁর অভিযোগ, তাঁকে ঠকিয়ে শ্বশুর-শাশুড়ির সামনেই তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন তাঁর 36 বছরের স্বামী ৷ পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে ৷ ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, বাড়িতে শান্তি ও সুখ সমৃদ্ধি আনতে এবং পুত্র সন্তান লাভের আশায় রায়গড়ে গিয়ে তাঁকে সর্বসমক্ষে স্নান করতে বাধ্য করেন তাঁর স্বামী ৷