পুনে, 21 অক্টোবর: মাঝ আকাশে বোমাতঙ্কের জেরে জরুরি অবতরণ করতে হল পুনে থেকে দিল্লিগামী আকাশা এয়ারলাইন্সের একটি বিমানকে ৷ জানা গিয়েছে, শুক্রবার রাত 12টা 42 মিনিটে বিমানটি জরুরি অবতরণ করে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ ওই বিমানের এক যাত্রী মাঝ আকাশেই দাবি করেন, তার ব্যাগে বোমা রয়েছে এর জেরেই আতঙ্ক ছড়ায় ও বিমানটিকে মুম্বইতে জরুরি অবতরণ করতে হয় ৷
আকাশা এয়ারলাইন্সের কিউপি 1148 বিমানটি পুনে থেকে দিল্লি যাচ্ছিল ৷ বিমানটিতে 185 জন যাত্রী ছিলেন ৷ 6 জন বিমানকর্মীও ছিলেন বিমানটিতে ৷ নিরাপদেই বিমানটি অবতরণ করে মুম্বইতে ৷ যে যাত্রী তার ব্যাগে বোমা থাকার দাবি করেছিলেন তাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ তবে ধৃত ব্যক্তির নাম জানা যায়নি ৷ সিএইএসএফ-এর তরফে বিরেন্দ্র সিং মুম্বই পুলিশে ওই ব্যক্তির বিষয়ে জানান ৷ এরপরেই মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে যায় পুলিশ ৷ তাকে আটক করে তল্লাশিও চালানো হয়, তবে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি ৷ তবে পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন, বিমানের মধ্যে তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন, তাই দ্রুত চিকিৎসা যাতে হয় সেইজন্য তিনি বোমা থাকার মিথ্যে দাবি করেন ৷