নয়াদিল্লি, 19 অক্টোবর: পুলিৎজার জয়ী চিত্রসাংবাদিক সানা ইরশাদ মাট্টোকে (Photojournalist Sanna Irshad Mattoo) দিল্লি বিমানবন্দরে আটকানোর অভিযোগ উঠল অভিবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ কাশ্মীরের এই চিত্রসাংবাদিক জানিয়েছেন, বৈধ পাসপোর্ট এবং ভিসা থাকার পরও তাঁকে নিউইয়র্কের বিমানে উঠতে দেওয়া হয়নি (Sanna Irshad Mattoo Stoped from Traveling to US) ৷ পুলিৎজার সম্মান নিতে তিনি নিউইয়র্ক যাচ্ছিলেন ৷ কিন্তু, দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয় (Photojournalist Stopped at Airport) ৷
28 বছরের সানা ইরশাদ মাট্টো সংবাদ সংস্থা রয়টার্সের চিত্রসাংবাদিক ৷ করোনা অতিমারির সময় তাঁর কাজকে সম্মান জানিয়ে 2021 সালের জন্য পুলিৎজার (Pulitzer) পুরস্কার প্রদান করা হয়েছে ৷ সেই পুরস্কার নিতেই নিউইয়র্ক যাচ্ছিলেন সানা ৷ তিনি টুইটে লেখেন, ‘‘নিউইয়র্কে আমি পুলিৎজার সম্মান গ্রহণ করতে যাচ্ছিলাম ৷ কিন্তু, দিল্লি বিমানবন্দরের অভিবাসনে আমাকে আটকে দেওয়া হয় ৷ বৈধ পাসপোর্ট ও ভিসা থাকার পরও আমার সফরে বাধা দেওয়া হয়েছে ৷’’