পুদুচেরি, 18 ফেব্রুয়ারি :পুদুচেরির একটি কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের মন জয় করে নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি । তাঁকে একজন ''স্যার'' বলে সম্বোধন করায় তিনি বলেন, ''আমি স্যার নই। আমার নাম রাহুল।'' সনিয়া-পুত্রের এই কথায় তাঁকে চিত্কার করে অভিবাদন জানান উপস্থিত সবাই ।
এই ঘটনার ভিডিয়ো নিজেদের অ্য়াকাউন্টে পোস্ট করেছে কংগ্রেস । ভারতীদাসান সরকারি মহিলা কলেজে এক ছাত্রী রাহুলকে একটি প্রশ্ন করার জন্য বলেন, ''স্যার, আমি এখানে ।'' জবাবে রাহুল বলেন, ''শুনুন, আমার নাম স্যার নয় । আমার নাম রাহুল । তাই আমাকে অনুগ্রহ করে রাহুল বলে ডাকুন ।'' এই কথাতেই আনন্দ ধরা পড়ে ছাত্রছাত্রীদের চিত্কারে। রাহুল আরও বলেন, ''আপনি আপনার প্রিন্সিপাল ও শিক্ষকদের স্যার বলুন, আমাকে রাহুল বলেই ডাকুন ।''