পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

10 মে থেকে আরও 14 দিনের লকডাউন পুদুচেরিতে

পুদুচেরি সরকার করোনা সংক্রমণ রুখতে কিছু বিধি নিষেধ জারি করেছিল ৷ কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি ৷ উল্টে সংক্রমন আরও বেড়েছে ৷ চলতি বছরের 27 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত লকডাউন থাকলেও সংক্রমণের হার কমেনি ৷ তাই সংক্রমণ রুখতে 10 মে-র পরেও লকডাউনের প্রয়োজন অনুভব করেছে পুদুচেরি সরকার ৷

10 মে থেকে পুডুচেরীতে পুনরায় 14 দিনের লকডাউন
10 মে থেকে পুডুচেরীতে পুনরায় 14 দিনের লকডাউন

By

Published : May 9, 2021, 9:04 AM IST

Updated : May 9, 2021, 9:27 AM IST

পুদুচেরি,9 মে:পুদুচেরিতে আরও দুই সপ্তাহের জন্য বাড়ল লকডাউনের মেয়াদ ৷ 10 মে মধ্যরাত থেকে 24 মে মধ্যরাত পর্যন্ত চলবে এই লকডাউন ৷ কেন্দ্রশাসিত এই অঞ্চলে সংক্রমণ রুখতেই পুনরায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে পুদুচেরি সরকার ৷

পুদুচেরি সরকার করোনা সংক্রমণ রুখতে কিছু বিধি নিষেধ জারি করেছিল ৷ কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি ৷ উল্টে সংক্রমন আরও বেড়েছে ৷ চলতি বছরের 27 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত লকডাউন থাকলেও সংক্রমণের হার কমেনি ৷ তাই সংক্রমণ রুখতে 10 মে-র পরেও লকডাউনের প্রয়োজন অনুভব করেছে পুদুচেরি সরকার ৷ প্রশাসনের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-

  • সমস্ত বিচ, পার্ক সম্পূর্নভাবে বন্ধ থাকবে ৷ কোনও রকম জনসমাবেশ, জমায়েত করা যাবে না ৷
  • সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, কোনওরকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না ৷ তবে সবরকম জরুরি পরিষেবা প্রয়োজনে খোলা থাকবে ৷
  • সবজি বাজার, যে সব দোকানে খাদ্য সামগ্রী পাওয়া যায়, মুদিখানার দোকান, মাছ, মাংসের দোকান বেলা 12টা পর্যন্ত খোলা থাকবে ৷ কিন্তু কোনও দোকানই শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র চালু রাখতে পারবে না ৷

শনিবার স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, শেষ 24 ঘণ্টায় পুদুচেরিতে 1 হাজার 703 জন সংক্রমিত হয়েছে ৷ মৃত্যু হয়েছে 19 জনের ৷ এরই সঙ্গে পুদুচেরিতে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল 70 হাজার 76 জন ৷ যেখানে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত 939 জন ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 1 হাজার 177 জন ৷ সেই সঙ্গেই পুদুচেরিতে করোনা থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা দাঁড়াল 55 হাজার 552 জন ৷ এই মুহূর্তে এখানে সক্রিয় রোগীর সংখ্যা 13 হাজার 585 জন ৷

আরও পড়ুন :করোনা মোকাবিলায় ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্ক মজবুত করা দরকার : প্রধানমন্ত্রী

Last Updated : May 9, 2021, 9:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details