ডিব্রুগড়/নগাঁও, 11 এপ্রিল: অসমে দু'টি ভিন্ন পথ দুর্ঘটনায় ছ'জন মারা গিয়েছে ৷ দুর্ঘটনা দু'টি হয়েছে ডিব্রুগড় জেলার চাবুয়া এবং নগাঁও জেলায় ৷ ঘটনাগুলিকে ঘিরে উত্তেজনা তৈরি হয় হিমন্ত বিশ্বশৰ্মার রাজ্যে ৷ আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ ৷ জানা গিয়েছে, চাবুয়ায় দ্রুতগতিতে আসা গাড়ির ধাক্কায় তিন মহিলা নিহত হয়েছেন । সোমবার সন্ধ্যেতে ঘটনাটি ঘটেছে ৷ ওই তিনজন মহিলা চাবুয়ায় 37 নম্বর জাতীয় সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন ৷ সেসময় একটি দ্রুতগতির গাড়ি এসে তাঁদের ধাক্কা মারে ৷ এরপর গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায় । ঘটনাস্থলেই দুই মহিলার মৃত্যু হয় এবং একজনকে ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয় ৷ তিনি সেখানেই মারা যান । মৃত মহিলারা হলেন রীতা ভক্ত, মিনা বেদিয়া ও সুনিতা বেদিয়া ।
এই দুর্ঘটনার পর ওই স্থানে বহু মানুষ জড়ো হয় এবং গাড়ির চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান । জনগণ ক্ষিপ্ত হয়ে টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক 37 অবরোধও করে । পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় । রাতে আবার অনেকে বিক্ষোভে নামেন । পুলিশ আন্দোলনকারীদের ন্যায়বিচারের আশ্বাস দিলেও তারা আধিকারিকদের কথা শুনতে রাজি হয় না । পুলিশ সূত্রে খবর, কিছু বিক্ষোভকারী পুলিশকে ঢিল ছুড়ছিল ৷ ফলে সেই হামলায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন । পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় । কিন্তু এরপর পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে ওঠে এবং জনতার রোষের মুখে পড়ে পুলিশ ৷ জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় । পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে ।