নয়াদিল্লি, 20 জুলাই: বুধবার রাজ্যসভার সাংসদ (Rajya Sabha MP) হিসাবে শপথ গ্রহণ করলেন প্রাক্তন অ্যাথলিট পিটি উষা (PT Usha) ৷ গত সোমবার রাজধানী দিল্লি পৌঁছে গিয়েছিলেন তিনি ৷ পরদিন, অর্থাৎ মঙ্গলবার দেখা করেন বিজেপি-র জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার (Jagat Prakash Nadda) সঙ্গে ৷
সূত্রের খবর, সোমবারই রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নেওয়ার কথা ছিল পিটি উষার (Pilavullakandi Thekkeraparambil Usha) ৷ ওই একই দিনে সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজাও (Ilaiyaraaja) শপথ গ্রহণ করবেন বলে ঠিক করা হয়েছিল ৷ কিন্তু, বিশেষ কিছু কারণে তাঁরা দু'জনই ওই দিন শপথ গ্রহণের জন্য সংসদে হাজির হতে পারেননি ৷
প্রসঙ্গত, ভারতের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম পিটি উষা ৷ কেরলের কোঝিকোড় জেলার এক অখ্যাত গ্রামে তাঁর জন্ম ৷ লক্ষ লক্ষ ভারতীয় মেয়ের কাছে পিটি উষা আদতে একটি আদর্শ ও অনুপ্রেরণার নাম ৷ অনুরাগী মহলে 'পায়োলি এক্সপ্রেস' (Payyoli Express) এবং 'কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড' (Queen of Indian Track and Field) নামেও তিনি জনপ্রিয় ৷