দিল্লি, 28 জানুয়ারি:সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জখম পুলিশকর্মীদের দেখতে হাসপাতালে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আহত পুলিশকর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের থেকে তাঁদের স্বাস্থ্যের খবরও নেন তিনি।
বৃহস্পতিবার সিভিল লাইন এলাকায় সুশ্রুত ট্রমা কেয়ার সেন্টার ও তীর্থ রাম হাসপাতালে আহত পুলিশকর্মীদের দেখতে যান অমিত শাহ । তিনি বলেন, ''পুলিশকর্মীরা যে সাহস দেখিয়েছেন, সে জন্য আমরা গর্বিত।''
দিল্লি পুলিশ জানিয়েছে, 26 জানুয়ারি বিক্ষোভকারী কৃষকরা নিজেদের মিছিলের রুট ভেঙে ট্র্যাক্টর নিয়ে ও হেঁটে দিল্লির প্রাণকেন্দ্রে ঢুকে পড়লে তাঁদের বাধা দেওয়া হয় । তখনই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে । আইটিও এলাকায় ধুন্ধুমার বাঁধার পর লালকেল্লায় ঢুকে পড়েন বিক্ষোভরত কৃষকরা। সেখানে নিজেদের পতাকাও তুলে দেন তাঁরা। যদিও হিংসার ঘটনায় তাঁদের কোনও হাত নেই বলে দাবি করেছেন কৃষক নেতারা।