মুম্বই (মহারাষ্ট্র), 4 জানুয়ারি: মুম্বইয়ের জৈন সম্প্রদায়ের (Jain Community) বিক্ষোভ হল বুধবার ৷ ঝাড়খণ্ড সরকার (Jharkhand government) জৈনদের শ্রী সামেদ শিখরজি (Shri Sammed Shikharji) তীর্থস্থানকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে ৷ সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই এই বিক্ষোভ হয় । জৈন সম্প্রদায়ের লোকেরা ঝাড়খণ্ডের পরশনাথ পাহাড়ে (Parasnath Hills) অবস্থিত জৈন তীর্থস্থানটিকে একটি পবিত্র স্থান বলে মনে করে এবং দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ড সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে তারা ।
প্রতিবাদ সমাবেশটি মুম্বই মেট্রো থেকে শুরু হয় এবং আজাদ ময়দানে শেষ হয় ৷ সেখানে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা বক্তৃতা দেন বলে একজন আয়োজক জানিয়েছেন ৷ বিক্ষোভকারীদের একজন বলেন, "সরকারের সিদ্ধান্ত আমাদের অনুভূতিতে আঘাত করেছে । আমরা কোনও পবিত্র স্থানকে ঘিরে পর্যটন চাই না ।" আন্দোলনকারীরা জানান, দ্রুত দাবি পূরণ না হলে অনশন করবেন ৷
গত তিন দিনে দেশের আরও কয়েকটি অংশে একই ধরনের বিক্ষোভ দেখা গিয়েছে । রবিবার দিল্লির ইন্ডিয়া গেটে (India Gate) জৈন সম্প্রদায়ের সদস্যরা বিপুল সংখ্যক জড়ো হয়ে প্রতিবাদ জানান । আলিগড়েও প্রতিবাদ হয়েছে ৷ রামলীলা ময়দান থেকে ব্যানার এবং পোস্টার-সহ বিপুল সংখ্যক পুরুষ এবং মহিলা মিছিল করে সেখানে যান ৷ মহারাষ্ট্রেও বিশাল সমাবেশ ও বিক্ষোভ দেখা গিয়েছে ।