নয়াদিল্লি, 28 ডিসেম্বর : চিকিৎসকদের প্রতিবাদ মিছিল আটকাল পুলিশ ৷ স্নাতকোত্তর স্তরে নিট কাউন্সেলিংয়ে (PG NEET counselling) দেরি করা হচ্ছে ৷ এই অভিযোগে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল করে তাঁরা সুপ্রিম কোর্টের দিকে যাচ্ছিলেন ৷ বিকেলের দিকে তাঁদের মাঝপথে আইটিওর কাছে আটকায় পুলিশ ৷ হাজারেরও বেশি চিকিৎসকদের আটকানো হয়েছে বলে দাবি করেছে চিকিৎসক সংগঠন ৷ তাই এবার চিকিৎসা পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করা হুমকি দিল আবাসিক চিকিৎসক সংগঠন (Protesting resident doctors have called for a total shutdown of medical services in Delhi hospitals after the police action against them on Monday afternoon) ৷ এই ঘটনার নিন্দা করে টুইট করেছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷
এই দিনটিকে 'কালো দিন' (black day) হিসেবে উল্লেখ করেন চিকিৎসক সংগঠন 'ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস' অ্যাসোসিয়েশন' (Federation of Resident Doctors' Association, FORDA) ৷ সংগঠনের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "আজ থেকে স্বাস্থ্যপরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে ৷ আমরা এই জঘন্য ঘটনাকে ধিক্কার জানাচ্ছি ৷ এফওআরডিএ-র প্রতিনিধি এবং আবাসিক চিকিৎসকদের এখুনি ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি ৷
বিবৃতিতে আরও জানানো হয়েছে, তথাকথিত 'করোনা যোদ্ধা' আবাসিক চিকিৎসকেরা 2021-এর নিট পিজি কাউন্সেলিং দ্রুত সম্পন্ন জন্য শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছিল ৷ তাদের নৃশংসভাবে ধাক্কা মেরে, টেনে হিঁচড়ে আটকেছে পুলিশ ৷ দেশের চিকিৎসক সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা করছে ৷ আমরা রাজ্যের সব আরডিএ-কে এই বিক্ষোভে সামিল হওয়ার আবেদন জানাচ্ছি ! এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই একসঙ্গে লড়ছি ৷"