কোটা, 10 জানুয়ারি: দিল্লির সীমানায় আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে "বার্ড ফ্লু" ছড়ানোর চক্রান্তের অভিযোগ করলেন রাজস্থানের বিজেপি বিধায়ক মদন দিলওয়ার। শনিবার একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “আন্দোলনের জায়গায় মুরগির মাংস খেয়ে বার্ড ফ্লু ছড়ানোর চক্রান্ত চলছে।”
26 নভেম্বর থেকে দিল্লির সীমানায় নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন লক্ষ লক্ষ কৃষক। সেই আন্দোলনকেই কটাক্ষ করেছেন রাজস্থানের এই বিধায়ক । তিনি বলেন, “তথাকথিত এই কৃষকরা দেশের কথা ভাবে না। সুস্বাদু খাবারের আড়ালে বনভোজন এবং বিলাসিতার মজা নিচ্ছেন তাঁরা।”