বারাণসী, 2 নভেম্বর:যুবকদের বিকৃত লালসার শিকার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এক ছাত্রী ৷ ওই ছাত্রীকে জোর করে তুলে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওই যুবকদের বিরুদ্ধে ৷ বুধবার বারাণসী বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন বাবা মন্দির থেকে 300 মিটার দূরত্বে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷ অভিযোগ, বুধবার রাতে ওই ছাত্রীকে জোর করে মুখ বেঁধে তুলে নিয়ে যায় বাইক আরোহী তিন যুবক ৷
শ্লীলতাহানির পর নগ্ন করে অশ্লীল ভিডিয়ো করে তার ৷ এই ঘটনার পরই বিশ্ববিদ্যালেয় ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ৷ ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী । বিশ্ববিদ্যালয়ের (আইআইটি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ।
অভিযোগ, নির্যাতিতা ওই ছাত্রী জানান, বুধবার রাত 1.30 মিনিট নাগাদ ওই ছাত্রী তার হস্টেলে ফিরছিলেন তাঁর বন্ধুর সঙ্গে ৷ সেই সময়েই কয়েকজন যুবক তাঁর উপর নির্যাতন করে ৷ বাইক নিয়ে তাঁদের পথ আটকায় ৷ অশ্রাব্য ভাষায় তারে গালি দিতে থাকে ৷ এরপরই তাঁর মুখ বেঁধে জোর করে তুলে নিয়ে যায় নির্জন স্থানে ৷ নগ্ন করে অত্যাচার চালায় ও সেই ভিডিয়ো করে ৷ ওই নির্যাতিতা জানান, প্রায় 15 মিনিট ধরে তাঁর উপর নির্যাতন চালায় যুবকরা ৷ তার অশ্লীল ভিডিয়ো তৈরি করে ৷ কোনওরমে ওই যুবকদের হাত থেকে নিজেকে মুক্ত করে হোস্টেলে ফিরে আসেন ৷ সমস্ত ঘটনা প্রফেসরকে জানান তিনি ৷
আরও পড়ুন:পাণ্ডুয়ায় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূলের যুবনেতা
দুষ্কৃতীদের চেহারার বর্ণনা দিতে গিয়েই নির্যাতিতা জানিয়েছেন, দুষ্কৃ্তীরা সকলেরই মাঝারি উচ্চাতার ৷ একজন একটু মোটা চেহারার হলেও অপর দুই জন একটু রোগা ৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷ লঙ্কা থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন । এই ঘটনায় প্রতিবাদে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ধর্মঘটে বসেছে পডুয়ারা । বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে ৷ বিকাল 5টা থেকে 10টা পর্যন্ত বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে ৷