পটনা, 16 জুন:কেন্দ্রের 'অগ্নিপথ' প্রকল্পের (Agnipath Recruitment Scheme) বিরোধিতায় প্রতিবাদ, বিক্ষোভ অব্যাহত ৷ বুধবারের পর বৃহস্পতিবারও বিহারের বিভিন্ন প্রান্তে এই প্রকল্পের বিরুদ্ধে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা ৷ অভিযোগ, প্রতিবাদের নামে রীতিমতো তাণ্ডব শুরু করেন বিক্ষোভকারীরা ৷ তাঁদের বিরুদ্ধে পাথর ছোড়ারও অভিযোগ ওঠে ৷ অশান্তি ছড়িয়ে পড়ে জাহানাবাদ, ছাপরা, নওয়াদা-সহ বিহারের বিভিন্ন এলাকায় ৷ বিক্ষোভকারীদের সাফ কথা, অবিলম্বে এই প্রকল্প বাতিল করতে হবে কেন্দ্রকে ৷ তা না হলে প্রতিবাদ থামবে না ৷ বিক্ষোভকারীদের সামাল দিতে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয় পুলিশকে ৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় কয়েক হাজার যুবক রাস্তায় নামেন ৷ পটনা-গয়া রেলপথের অন্তর্গত জাহানাবাদ স্টেশনে জমায়েত করেন তাঁরা ৷ ফলে ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় ৷ বিক্ষোভকারীরা পটনা থেকে গয়া যাতায়াতের রাস্তাও অবরোধ করেন ৷ বিক্ষোভ তুলতে রেলের আধিকারিকদের সঙ্গে নিয়েই ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশের কর্তারা ৷ তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ৷ দ্রুত যাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়, তার জন্য উদ্যোগী হয় প্রশাসন ৷