কলকাতা, 26 জুলাই: অসম-মেঘালয় সীমানা সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে সরব হলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মুকুল সাংমা ৷ মঙ্গলবার এই ইস্যুতে দিল্লিতে সংসদের বাইরে ধরনায় বসেন তৃণমূল নেতারা (Protest by Meghalaya TMC Over Assam-Meghalaya Border Issue in Delhi) ৷ সেই ধরনা থেকেই মুকুল সংমা দাবি তুলেছেন, অবিলম্বে অসম এবং মেঘালয়ের সীমানার যে চুক্তি রয়েছে, তা বাতিল করতে হবে ৷
এ দিন মুকুল সংমা বলেন, ‘‘অসম এবং মেঘালয়ের সীমানার বিষয়টি দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে ৷ এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের নজরদারি প্রয়োজন ৷ বর্তমানে যে চুক্তি রয়েছে, তা মেঘালয়ের মানুষের অনুভূতিকে স্বীকৃতি দেয় না ৷ আমরা ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি ৷ যাতে তারা আমাদের রাজ্যের মানুষের অনুভূতির কথা বিবেচনা করে এই বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ করে ৷’’
অসম এবং মেঘালয় সরকার 884 কিলোমিটার দীর্ঘ সীমানা বরাবর 12টির মধ্যে ছ’টি বিতর্কিত অঞ্চল নিয়ে একটি খসড়া প্রস্তাব নিয়ে আসা হয় ৷ গত মার্চ মাসের সেই খসড়ার বিরোধিতা করেন মেঘালয়ের মানুষজন ৷ কারণ, সেই খসড়া প্রস্তাব অনুযায়ী সীমান্তের 36.79 বর্গ কিমি জমির মধ্যে অসমে 18.51 বর্গ কিলোমিটার রাখা হয়েছে ৷ বাকি থাকা 18.28 বর্গ কিলোমিটার মেঘালয়কে দেওয়া হয়েছে ৷ সেই চুক্তি মানতে নারাজ মেঘালয়ের মানুষজন ৷ সে কারণেই এই ধরনা বলে জানিয়েছেন মুকুল সাংমা ৷
অসম-মেঘালয় সীমানা সমস্যা নিয়ে মুকুল সাংমার নেতৃত্বে দিল্লিতে ধরনা তৃণমূলের আরও পড়ুন:Abhishek calls meeting over Meghalaya: তৃণমূলের সংগঠন বিস্তারের স্বপ্নে কাঁটা মেঘালয় ? জরুরি বৈঠকের ডাক অভিষেকের
1972 সালে অসম থেকে মেঘালয়কে আলাদা করার পর থেকেই, এই দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধের সূত্রপাত হয় ৷ কিন্তু, এই দুই রাজ্য গঠনের সময় হওয়া প্রাথমিক চুক্তিতে সীমানা নির্ধারণ সংক্রান্ত বক্তব্যগুলি নিয়ে পরবর্তী সময়ে অন্য অর্থ বের করা হয় ৷ ফলে সীমানা সংক্রান্ত সমস্যাগুলি আরও জটিল হয়ে উঠেছে ৷ সেই সমস্যাগুলিকে সামনে রেখেই আন্দোলনে নেমেছে মেঘালয়ের তৃণমূল নেতৃত্ব ৷ মূলত সীমানা সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে মেঘালয়ের মানুষের মধ্যে যে ক্ষোভ রয়েছে, সেটাকেই কাজে লাগাতে চাইছে তৃণমূল ৷