গুয়াহাটি, 29 ডিসেম্বর: গুয়াহাটিতে রয়েছে অসমের একমাত্র সরকারি চিড়িয়াখানা ৷ সেখান থেকে বন্য জীবজন্তু ওই রাজ্যেরই অন্তর্গত আম্বানিদের বেসরকারি চিড়িয়াখানায় স্থানান্তরিত করা হচ্ছে। সেই নিয়ে বৃহস্পতিবার অসমের চিড়িয়াখানা সুরক্ষা মঞ্চ (Chirakhana Suraksha Mancha) গুয়াহাটি চিড়িয়াখানার সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় ৷ এই প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিলেন বিশিষ্ট চিন্তাবিদ ডঃ হীরেন গোহাইন, (Eminent Thinker Dr Hiren Gohain) এপিডব্লিউসি সভাপতি মীরা বোরঠাকুর (APWC President Mira Borthakur) এবং আরও অন্যান্য ব্যক্তিবর্গ ৷
অসমের রাজ্য চিড়িয়াখানা প্রায়শই গুজরাতের জামনগরে আম্বানির মালিকানাধীন ব্যক্তিগত চিড়িয়াখানায় বাঘ, বিভিন্ন প্রজাতির বানর, কচ্ছপ, আট শিংওয়ালা হরিণ এবং গণ্ডার-সহ বেশ কয়েকটি বন্যপ্রাণী স্থানান্তর করছে। অসম রাজ্য চিড়িয়াখানার এই পদক্ষেপে বিভিন্ন কর্মী গোষ্ঠী, সংগঠন এবং রাজনৈতিক দলগুলিও এর আগে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিল ৷ বৃহস্পতিবার, আবারও 'চিড়িয়াখানা সুরক্ষা মঞ্চ' অসম রাজ্যের চিড়িয়াখানার সামনে বন্য প্রজাতিকে আম্বানিদের চিড়িয়াখানায় স্থানান্তরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।