নয়াদিল্লি, 24 নভেম্বর : আজ অর্থাৎ বুধবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে (Union Cabinet meeting) নয়া তিন কৃষি আইন বাতিলের (Farm Laws Repeal) প্রস্তাব মঞ্জুর করা হতে পারে ৷ সংশ্লিষ্ট সূত্রের তরফে অন্তত এমনটাই দাবি করা হয়েছে ৷ আগামী 29 নভেম্বর থেকে সংসদের শীতাকালীন অধিবেশন শুরু হতে চলেছে ৷ ওই দিনই কৃষি আইন বাতিল বিল, 2020 (Farm Laws Repeal Bill, 2020) সংসদে পেশ করা হতে পারে ৷
আরও পড়ুন :Farmers write open letter to PM : দাবিদাওয়া জানিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখবেন কৃষকরা
সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi on Farm Laws Repeal) ঘোষণা করেন, বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করে নেবে তাঁর সরকার ৷ প্রায় এক বছর ধরে কৃষক আন্দোলনের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ একইসঙ্গে মোদি জানান, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনেই আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া শুরু করা হবে ৷ প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কৃষিজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য (Minimum Support Price of crops) বা এমএসপি (MSP of crops) নিশ্চিত করতে একটি কমিটিও গঠন করা হবে ৷ এই কমিটিই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ৷ প্রসঙ্গত, নয়া তিন কৃষি আইন বাতিলের পাশাপাশি উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য় নিশ্চিত করাও কৃষক আন্দোলনের অন্যতম ইস্যু ছিল ৷