পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BBC Documentary on PM Modi: মোদিকে নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্রের নিন্দা দিল্লির - অরিন্দম বাগচী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির বিতর্কিত ডকুমেন্টারি (BBC Documentary on PM Modi) সিরিজের নিন্দায় সরব হল দিল্লি ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) বলেছেন, অসম্মানজনক বর্ণনার জন্য "প্রচারের অংশ" হিসেবে এটি তৈরি হয়েছে ৷

PM Modi ETV Bharat
নরেন্দ্র মোদি

By

Published : Jan 19, 2023, 6:57 PM IST

নয়াদিল্লি, 19 জানুয়ারি:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর বিবিসির বিতর্কিত ডকুমেন্টারি (BBC Documentary on PM Modi) সিরিজের নিন্দা করল দিল্লি ৷ অসম্মানজনক বর্ণনার জন্য "প্রচারের অংশ" হিসেবে এটিকে ডিজাইন করা হয়েছে বলে মত বিদেশমন্ত্রকের ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) বলেন, ব্রিটেনের অভ্যন্তরীণ রিপোর্টের উপর ভিত্তি করে এই ডকুমেন্টারি শো ঔপনিবেশিক মানসিকতা প্রদর্শন করেছে ।

বিবিসির ডকুমেন্টারি সিরিজের নিন্দা দিল্লির: অরিন্দম বাগচী বলেছেন, "আমরা মনে করি এটি একটি প্রচারের অংশ যা একটি নির্দিষ্ট কুখ্যাত আখ্যানকে তুলে ধরার জন্য ডিজাইন করা হয়েছে । এটি পক্ষপাতমূলক এবং এতে বস্তুনিষ্ঠতার অভাব খোলাখুলিভাবে ঔপনিবেশিক মানসিকতাকে তুলে ধরেছে ৷"

মোদির সমালোচনায় ক্ষোভ বিভিন্ন মহলে: ব্রিটেনে জাতীয় সম্প্রচারকারী বিবিসি 2002 সালের গুজরাত দাঙ্গা নিয়ে দুই পর্বের একটি সিরিজ প্রচার করেছে যেখানে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকালের সমালোচনা করা হয়েছে ৷ এই তথ্যচিত্র জনমানসে ক্ষোভের জন্ম দিয়েছে এবং বেশ কয়েকটি প্ল্যাটফর্ম থেকে এটি সরিয়েও দেওয়া হয়েছে ৷ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনবাসীরা এই সিরিজের নিন্দা করেছেন ৷

আরও পড়ুন:সর্বত্র একটাই মুখ, মৃত্যু হলেও ওঁর ছবি থাকুক, মোদিকে তোপ মমতার

সিরিজ তৈরির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলল বিদেশমন্ত্রক: কী এজেন্ডা নিয়ে এই তথ্যচিত্র তৈরি করা হয়েছে সেই প্রশ্ন তুলেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী ৷ তিনি বলেন, "এই তথ্যের উদ্দেশ্য এবং এর পিছনের এজেন্ডা আমাদের বিস্মিত করে; সত্যি বলতে, আমরা এই প্রচেষ্টাকে মর্যাদা দিতে চাই ।" ডকুমেন্টারি সিরিজে ব্রিটেনের প্রাক্তন সেক্রেটারি জ্যাক স্ট্রয়ের করা স্পষ্ট মন্তব্যের বিষয়ে বলতে গিয়ে ভারতীয় মুখপাত্র বলেছেন, "তিনি (জ্যাক স্ট্র) ব্রিটেনের কিছু অভ্যন্তরীণ রিপোর্ট উল্লেখ করছেন বলে মনে হচ্ছে । আমি কীভাবে তা অ্যাক্সেস করতে পারি ? এটি একটি 20 বছরের পুরনো রিপোর্ট । কেন আমরা এখন এটির উপর ঝাঁপিয়ে পড়ব ? শুধু জ্যাক বলেছেন বলেই কীভাবে তাঁরা এটিকে এতটা বৈধতা দেয় ।"

ABOUT THE AUTHOR

...view details