নিউদিল্লি, 13 মার্চ : আন্দোলনরত কৃষকদের সমর্থনে সরব হয়েছিলেন সোশাল মিডিয়ায় । তার জেরে দশ দিনের কারাবাস । ছাড়া পাওয়ার পর কেটে গেছে দুই সপ্তাহের বেশি সময় । এবার সেই ভয়ানক অভিজ্ঞতার কথা সোশাল মিডিয়ায় তুলে ধরলেন পরিবেশকর্মী দিশা রবি । টিআরপি-র জন্য কীভাবে একাধিক নিউজ় চ্যানেল তাঁকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, নিজের পেজে তা নিয়েও সরব হলেন বছর বাইশের দিশা ।
তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা । দিল্লি-হরিয়ানার সিঙ্ঘু সীমানায় কৃষকদের অবস্থান এখনও চলছে । এই কৃষক আন্দোলনের সমর্থনে সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন দিশা । একটি টুলকিট সম্পাদনা করে নেটমাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন তিনি । সেই 'অপরাধে' 13 ফেব্রুয়ারি গভীর রাতে বেঙ্গালুরুর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ । দিশার গ্রেপ্তারিতে সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে । এর আঁচ পড়ে আন্তর্জাতিক দুনিয়াতেও ।
দশ দিন জেলে কাটাতে হয় দিশাকে । যদিও প্রমাণের অভাবে ছাড়া পান তিনি । ঘটনায় মুখ পোড়ে দিল্লি পুলিশের । গ্রেপ্তারির দশ দিন পর ছাড়া পেয়ে কার্যত চুপই ছিলেন দিশা । কিন্তু, এবার মুখ খুললেন তিনি । সরব হলেন সোশাল মিডিয়ায় । লিখলেন, নিজেকে বোঝাতে চেষ্টা করছিলাম যে এধরনের ঘটনা আমার সঙ্গে ঘটেনি । 13 ফেব্রুয়ারি রাতে পুলিশ আমার দরজায় কড়া নাড়ায়নি । ওরা আমার ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করেনি । আমাকে গ্রেপ্তারও করেনি !