নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর:হিন্দি দিবসে (Hindi Diwas) ফের সরকারি ভাষা (Official Language) হিসেবে হিন্দি ভাষা ব্যবহারের পক্ষে জোরালো সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷ তাঁর দাবি, মাতৃভাষা (Mother Tongue) ও সরকারি ভাষার সমন্বয়েই দেশের অগ্রগতি সম্ভব ৷ অমিতের কথায়, "ভাষার ক্ষেত্রেও আমাদের আত্মনির্ভর হতে হবে ৷"
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "আত্মনির্ভর হওয়ার অর্থ শুধু দেশের মধ্যে উৎপাদন নয় ৷ আমাদের ভাষার ক্ষেত্রেও আত্মনির্ভর হতে হবে ৷ প্রধানমন্ত্রী যদি আন্তর্জাতিক ক্ষেত্রে গিয়ে হিন্দিতে কথা বলতে পারেন, তাহলে আমরা কেন হিন্দি বলতে বিব্রত হব ? সেই দিন চলে গিয়েছে যখন হিন্দি বলাটা উদ্বেগের ছিল ৷"
আরও পড়ুন:Coal Scam-Moloy Ghatak : দিল্লি যেতে পারবেন না, হোক ভিডিয়ো কনফারেন্স ; ইডিকে মলয় ঘটক
দেশবাসীর কাছে মাতৃভাষার পাশাপাশি হিন্দি ভাষাও ব্যবহারের আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "হিন্দি দিবসে আমি সব দেশবাসীর কাছে আবেদন করছি যে, তাঁরা যেন তাঁদের নিত্যদিনের কাজে মাতৃভাষার পাশাপাশি সরকারি ভাষা হিন্দিকেও সমান গুরুত্ব দিয়ে ব্যবহার করেন ৷ কারণ মাতৃভাষা ও সরকারি ভাষার সমন্বয়ের উপরই দেশের অগ্রগতি নির্ভর করছে ৷"
আরও পড়ুন :Abhishek Banerjee : 10 পয়সার দুর্নীতি প্রমাণ হলেও ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি অভিষেক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার হিন্দি ও অন্যান্য ভাষার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়ে অমিত শাহ বলেছেন, "আবেগের বহিঃপ্রকাশ করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল ভাষা ৷ আমাদের সাংস্কৃতির সচেতনতা ও জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে দাঁড়িয়ে থাকার পাশাপাশি হিন্দি প্রাচীন সভ্যতা, আধুনিকতা ও উন্নয়নের মধ্যে সেতুবন্ধনও করে থাকে ৷ মোদিজির নেতৃত্বে আমরা হিন্দি ও অন্যান্য ভাষার সমান্তরাল উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ৷"