পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi: ছত্তিশগড়-মধ্যপ্রদেশে জিতবই, তেলেঙ্গানায় সম্ভবত জিতছি, রাজস্থানে জয়ের খুব কাছাকাছি: রাহুল

Rahul Gandhi speaks on Congress poll prospects in five States: আগামী বিধানসভা নির্বাচনগুলিতে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস ৷ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির দাবি, দল অবশ্যই মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় জিতছে ।

Rahul Gandhi
রাহুল গান্ধি

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 2:35 PM IST

নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর: বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভালো ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ রবিবার তিনি বলেন যে, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে কংগ্রেস মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে অবশ্যই জিতছে ৷ সম্ভবত তেলেঙ্গানাতেও জিতেছে ৷ এবং রাজস্থানের লড়াইতে জয়ের খুব কাছাকাছি থাকবে দল ৷

উল্লেখ্য, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে । দলের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাহুল বলেন,

"আমি বলব, এই মুহূর্তে আমরা সম্ভবত তেলেঙ্গানা জিতছি, আমরা অবশ্যই মধ্যপ্রদেশ জিতছি, আমরা অবশ্যই ছত্তিশগড় জিতছি । রাজস্থানে আমরা খুব কাছাকাছি থাকব এবং আমরা মনে করি আমরা জিততে সক্ষম হব। এটাই দেখা যাচ্ছে, আর বিজেপি অভ্যন্তরীণ ক্ষেত্রে তাই বলছে ।"

লোকসভায় বিএসপি নেতা দানিশ আলির বিরুদ্ধে বিজেপি সাংসদ রমেশ বিধুরির অবমাননাকর মন্তব্য নিয়ে বিতর্কের কথাও এ দিন উল্লেখ করেন রাহুল গান্ধি ৷ তাঁর অভিযোগ, বর্ণ শুমারির দাবি থেকে বিভ্রান্ত করার জন্য এই জাতীয় কৌশল নিয়েছে বিজেপি । বিরোধীরা একসঙ্গে কাজ করছে বলে দাবি করে রাহুল এ দিন বলেন, 2024 সালের সাধারণ নির্বাচনে বিজেপিকে চমক দেওয়ার জন্য দল তৈরি ।

আরও পড়ুন:হিন্দু দেবতার মূর্তি নিয়ে 'বিদ্রূপ' রাহুলের, তীব্র কটাক্ষ কঙ্গনার

অসমের প্রতিদিন মিডিয়া নেটওয়ার্ক আয়োজিত একটি কনক্লেভে বক্তৃতা দেওয়ার সময় রাহুল গান্ধি আরও বলেন যে 'এক জাতি, এক নির্বাচন' ধারণাটি জনগণের আসল সমস্যাগুলি থেকে বিভ্রান্ত করার লক্ষ্যে ছিল । তাঁর কথায়, "এটি বিজেপির বিভ্রান্তিকর কৌশলগুলির মধ্যে একটি ৷" সম্পদের ঘনত্ব, সম্পদের বিশাল অসাম্য, ব্যাপক বেকারত্ব, নিম্ন বর্ণ, ওবিসি এবং উপজাতি সম্প্রদায়ের প্রতি বিশাল অন্যায় ও মূল্যবৃদ্ধি ভারতের প্রধান সমস্যা বলে উল্লেখ করেন রাহুল ৷

তিনি বলেন, "এখন বিজেপি তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না । তাই 'আসুন মি. বিধুরীকে একটি বিবৃতি দিতে দিন । আসুন একসঙ্গে নির্বাচন করি । আসুন ইন্ডিয়ার নাম পরিবর্তন করি । এগুলি সবই বিভ্রান্তি । আমরা জানি । এটা বুঝুন । এবং আমরা তাদের এটা করতে দেব না ৷" আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল কোনও রাজ্যে জয়ী হবে না এটা প্রশ্নাতীত বলে মত রাহুলের ৷ (সংবাদসংস্থা পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details