দিল্লি, 4 ফেব্রুয়ারি : 26 জানুয়ারির কিষান ট্র্যাক্টর ব়্যালিতে মৃত কৃষক নভরিত সিংয়ের পরিবারের সঙ্গে দেখা করতে উত্তরপ্রদশের রামপুরে পৌঁছালেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ প্রথম থেকেই কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস ৷ এবার মৃত কৃষকের পরিবারকে সমবেদনা জানাতে রামপুরে পৌঁছালেন প্রিয়াঙ্কা ৷ এদিকে সকালে রামপুরে যাওয়ার পথে গড় মুক্তেশ্বরে দুর্ঘটনার কবলে পড়ে প্রিয়াঙ্কা গান্ধির বঢরার কনভয় ৷ কনভয়ের একটি গাড়ি আচমকা ব্রেক কষতে অন্য গাড়িগুলির সঙ্গে ধাক্কাধাক্কি হয় ৷ এতে অবশ্য কংগ্রেস নেত্রী বা অন্য কেউ আহত হননি ৷
আরও খবর: দিল্লির ট্র্যাক্টর মিছিলে মৃত কৃষকের বাড়ি যাচ্ছেন প্রিয়াঙ্কা