নয়াদিল্লি, 27 এপ্রিল :করোনার সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় উদ্বিগ্ন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ তিনি দলের উত্তর প্রদেশের দায়িত্বে ৷ তাই উত্তর প্রদেশে করোনা সংক্রমণ নিয়ে চিন্তা ব্যক্ত করে তিনি চিঠি লিখেছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ৷
উত্তর প্রদেশে করোনার পরীক্ষা কম হচ্ছে ও ওই রাজ্যে হাসপাতালগুলিতে করোনার চিকিৎসার জন্য বরাদ্দ বেডের সংখ্যাও কম বলে চিঠিতে অভিযোগ করেছেন তিনি ৷ তাই যোগী আদিত্যনাথ চিঠির মাধ্যমে 10টি পরামর্শ দিয়েছেন প্রিয়াঙ্কা ৷
চিঠিতে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘‘মানবিকতার খাতিরে করোনার বিরুদ্ধে লড়াই মানুষকে একা ছেড়ে দিলে চলবে না ৷ আপনি এর জন্য দায়িত্বপ্রাপ্ত ৷ এই সংকটের সময়ে সরকারি সমস্ত ব্যবস্থাকে ব্যবহার করুন ৷ না হলে ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না ৷’’