লখনউ, 20 নভেম্বর: দীর্ঘ টালবাহানার পর কৃষি আইন বাতিল (Farm Laws Repealed) করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র । এবার লখিমপুর খেরি-কাণ্ড (Lakhimpur Kheri case) নিয়েও সরকারের উপর চাপ বাড়াতে শুরু করল বিরোধী শিবির । শনিবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi ) চিঠি লিখেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi ) । তাতে লখিমপুর-কাণ্ডে কৃষকদের গাড়ি চাপা দেওয়ায় মূল অভিযুক্ত আশিস মিশ্র ওরফে মনুর বাবা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে অবিলম্বে বরখাস্ত করার দাবি তোলা হয়েছে । শুধু তাই নয়, দেশের প্রধানমন্ত্রী হিসেবে কৃষকদের ক্ষতিসাধনকারীর বাবার সঙ্গে মোদির একমঞ্চে থাকা উচিত নয় বলেও দাবি তুলেছেন প্রিয়াঙ্কা ।
আর মাস তিনেকের মধ্যে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন । তার আগে শনিবার লখনউতে ডিজিপি সম্মলনে যোগ দেওয়ার কথা মোদির । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে ওই সম্মেলনে থাকার কথা অজয়েরও । তা নিয়েই এদিন মোদিকে চিঠি লিখেছেন প্রিয়াঙ্কা । তাতে মোদির উদ্দেশে তিনি লেখেন, ‘লখিমপুরে কৃষক নরসংহার হতে দেখেছে গোটা দেশ ৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে গাড়ির নীচে কৃষকদের পিষে দিয়েছেন ৷ নিজেদের রাজনৈতিক স্বার্থে শুরু থেকেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে উত্তরপ্রদেশ সরকার , যা দেখে স্পষ্টতই মনে হচ্ছে যে, সরকার অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছে ৷’’
আরও পড়ুন:Lalu Prasad Yadav: 5 রাজ্যের নির্বাচনের স্বার্থে কৃষি আইন প্রত্যাহার, লালুর নিশানায় মোদি
প্রিয়াঙ্কার দাবি, লখিমপুরের পীড়িত কৃষক পরিবারগুলির সঙ্গে দেখা করেছেন তিনি ৷ প্রত্যেকে চান, তাঁদের প্রিয়জন সুবিচার পান ৷ কিন্তু এত কিছুর পরেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদে অজয়কে দেখে আশাহত তাঁরা ৷ তদন্তের গতিপ্রকৃতি দেখেও আতঙ্কিত তাঁরা ৷ কারণ দেশের আইন-শৃঙ্খলা যাঁর হাতে, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ অজয়ের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নিচ্ছেন ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও অজয়ের সঙ্গে একমঞ্চে দেখা যাচ্ছে ৷ কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব আরও বহু গুণ বেশি বলে কার্যত মোদিকে মনে করিয়ে দেন প্রিয়াঙ্কা ৷