পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

UP Assembly Election 2022 : কংগ্রেসের 125 জনের প্রাথমিক তালিকায় মহিলার সংখ্যা 50, প্রার্থী ধর্ষিতার মা - উত্তরপ্রদেশের ভোটে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস

বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Assembly Election 2022) জন্য প্রথম প্রার্থীতালিকা (Congress Candidate List) প্রকাশ করলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ প্রাথমিক প্রার্থীতালিকায় নাম রয়েছে 125 জনের ৷ তাঁদের মধ্যে অন্যতম উন্নাও ধর্ষণ কাণ্ডে নিগৃহীতার মা আশা সিং (Unnao rape victim's mother Asha Singh)

priyanka gandhi vadra to announce first candidate list of congress for up assembly election 2022
UP Assembly Election 2022 : আজই উত্তরপ্রদেশ ভোটের প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করবেন প্রিয়াঙ্কা

By

Published : Jan 13, 2022, 12:24 PM IST

Updated : Jan 13, 2022, 1:29 PM IST

নয়াদিল্লি, 13 জানুয়ারি : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Assembly Election 2022) জন্য প্রথম প্রার্থীতালিকা (Congress Candidate List) প্রকাশ করলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ প্রাথমিক প্রার্থীতালিকায় নাম রয়েছে 125 জনের ৷ তাঁদের মধ্যে 50 জন মহিলা ৷

আরও পড়ুন :UP Assembly Polls 2022 : যোগী-রাজ্যে বিজেপিতে ভাঙন চলছেই, দল ছাড়লেন আরও এক বিধায়ক

প্রিয়াঙ্কা জানিয়েছেন, এবারের প্রার্থীতালিকায় 40 শতাংশ হবেন মহিলা এবং 40 শতাংশকে বাছাই করা হবে যুব কংগ্রেস থেকে ৷ সাংবাদিক, শিল্পী থেকে শুরু করে জীবনের নানা ক্ষেত্রে লড়াকু মানুষদের এবার টিকিট দিচ্ছে তাঁদের দল ৷ এঁদের মধ্যে আশা সিং অন্যতম ৷ উন্নাওয়ে তাঁর মেয়েকেই ধর্ষণ করা হয়েছিল (Unnao rape victim's mother Asha Singh) ৷ পরে নিগৃহীতার মৃত্যু হয় ৷ মেয়েকে সুবিচার পাইয়ে দিতে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতেই আশা কংগ্রেসের প্রতিনিধি হিসাবে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি সূত্রের ৷

আরও পড়ুন :Uttar Pradesh Assembly Election 2022 : উত্তরপ্রদেশ নিয়ে কোর কমিটির বৈঠক অমিত শাহের, চলল 10 ঘণ্টা

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ভোটের ইতিবাচক বিষয়গুলিতেই (Positive Campaign) জোর দেবে তারা ৷ বস্তুত, নারী ক্ষমতায়নই যে এবার তাদের প্রচারের অন্যতম অস্ত্র, উত্তরপ্রদেশ ভোট প্রসঙ্গে একথা আগেই জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব ৷ একইসঙ্গে, জোর দেওয়া হয়েছে যুব সম্প্রদায়কে একেবারে সামনের সারিতে এগিয়ে আনার উপরেও ৷ যোগী জমানায় উত্তরপ্রদেশে মেয়েরা যে মোটেই সুরক্ষিত নন, সেকথা তুলে ধরে বারবার সরব হয়েছে কংগ্রেস ৷ প্রার্থীতালিকায় তাই মহিলা ও যুবদের উপস্থিতি বৃদ্ধি অভিপ্রেত ছিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

Last Updated : Jan 13, 2022, 1:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details