লখনউ, 5 অক্টোবর : নরেন্দ্র মেদিকে (Narendra Modi) একহাত নিলেন প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi Vadra) ৷ টুইটারে এদিন তিনি একটি ভিডিয়ো বার্তা দেন ৷ তাতে লখিমপুর কাণ্ডের যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা দেখিয়ে মোদির কাছে জবাব চাইলেন ৷
প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে শুরু করেন প্রিয়াঙ্কা ৷ তবে আর কোনও কথা না বাড়িয়েই সোজাসুজি বলেন, "আমি শুনলাম অমৃত মহোৎসব উদযাপন করতে আজ আপনি লখনউ আসছেন ৷ কিন্তু আপনি এই ভিডিয়োটি দেখেছেন কি ?" সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখিয়ে প্রশ্নটি করেন ৷
প্রিয়াঙ্কা চাঁছাছোলা ভাষায় বলেন, "আপনার সরকারের এক মন্ত্রীর ছেলের গাড়ি কিছু কৃষকের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে ৷ এই ভিডিয়োতে সেটাই দেখা যাচ্ছে ৷ এই ভিডিয়োটা দেখুন এবং দেশের মানুষের কাছে জবাব দিন, এই মন্ত্রীকে এখনও কেন বরখাস্ত করা হয়নি ৷ পাশাপাশি তাঁর ছেলেকে এখনও কেন গ্রেফতার করা হল না তার জবাবও দিন ৷"