পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Priyanka Gandhi Vadra on Pariwarvaad: 'প্রভু রাম ও পাণ্ডবরাও কি পরিবারতন্ত্রী ছিলেন ?' গেরুয়া অস্ত্রেই বিজেপিকে ঘা প্রিয়াঙ্কার - নরেন্দ্র মোদি

পরিবারতন্ত্র নিয়ে পালটা বিজেপিকে তোপ দাগলেন প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi Vadra on Pariwarwad) ৷ কী কী বললেন তিনি ?

Priyanka Gandhi Vadra slams BJP over their Pariwarwadi theory against Gandhi Family
প্রিয়াঙ্কার হাতে বিজেপির অস্ত্র

By

Published : Mar 26, 2023, 1:37 PM IST

Updated : Mar 26, 2023, 4:23 PM IST

নয়াদিল্লি, 26 মার্চ: "আপনারা (বিজেপি) সবসময় পরিবারতন্ত্র (পরিবারবাদ) নিয়ে কথা বলেন ৷ আমি আপনাদের কাছে জানতে চাই প্রভু রাম কে ছিলেন ? তিনিও কি পরিবারতন্ত্রে বিশ্বাসী (পরিবারবাদী) ছিলেন ? পাণ্ডবরাও কি পরিবারতন্ত্রী (পরিবারবাদী) ছিলেন ? কারণ, তাঁরা তাঁদের পরিবারের সংস্কৃতি রক্ষার জন্য লড়াই করেছিলেন ? আমাদের পরিবার এই দেশের মানুষের জন্য লড়াই করেছিলেন বলে কি আমাদের লজ্জিত হওয়া উচিত ? আমার পরিবার রক্তের বিনিময়ে এই দেশের গণতন্ত্রকে পুষ্ট করেছে !" বিজেপির বহু ব্যবহৃত এবং বহু পরিচিত অস্ত্র পরিবারতন্ত্র নিয়ে রবিবার এভাবেই পালটা হামলা চালালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra on Pariwarwad) ৷

দাদার সঙ্গে বিশেষ মুহূর্তে

রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়ার (Rahul Gandhi Disqualification as MP) প্রতিবাদে রবিবার দেশজুড়ে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছে কংগ্রেস ৷ দিল্লির রাজঘাটে সেই আন্দোলনের নেতৃত্ব দেন প্রিয়াঙ্কা ৷ সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Priyanka Gandhi slams Narendra Modi) ৷ তোপ দাগেন বিজেপি তথা গেরুয়া শিবিরের বিরুদ্ধেও (Priyanka Gandhi slams BJP) ৷ বিজেপি কথায় কথায় গান্ধি পরিবারের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তোলে ৷ এদিন রাজঘাট থেকে তারই জবাব দিলেন প্রিয়াঙ্কা ৷ তুলে ধরলেন গান্ধি পরিবারের গৌরবোজ্জ্বল অধ্যায় ৷ প্রশ্ন তুললেন, এমন পরিবারের সন্তান হয়ে সেই পরিবারের জন্য কি গর্বিত হওয়া উচিত নয় ?

এদিনের প্রতিবাদমঞ্চ থেকে ভাষণ দিতে গিয়ে আবেগগ্রবণ হয়ে পড়েন প্রিয়াঙ্কা ৷ বলেন, তাঁর বাবাকে বহুবার সংসদে অপমান করা হয়েছে ৷ তাঁর দাদাকে 'মীরজাফর' তকমা দেওয়া হয়েছে ৷ প্রিয়াঙ্কার অভিযোগ, বিজেপির এক মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাহুল গান্ধি আসলে জানেনই না, তাঁর বাবা কে ? এমন ন্যক্কারজনক মন্তব্যের পরও ওই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ! যে সাংসদরা বারবার রাহুলকে অপমান করেছেন, তাঁদের জেলে পাঠানো হয়নি ! তাঁদের বছরের পর বছর নির্বাচনে অংশ নেওয়া থেকে আটকানো হয়নি ! তাঁদের সাংসদপদ কেড়ে নেওয়া হয়নি !

সংসদে মোদিকে আলিঙ্গন রাহুলের

আরও পড়ুন:টুইটারে নয়া বায়ো ! রাহুল জানালেন তিনি এখন পদচ্য়ুত সাংসদ

প্রিয়াঙ্কার সাফ কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদতে 'কাপুরুষ ও অহংকারি' ! সেই কারণেই রাহুল গান্ধির বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ করা হয়েছে ৷ মোদিকে জড়িয়ে ধরে রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও সম্মান ও সৌহার্দ্য়ের বার্তা দিয়েছিলেন রাহুল ৷ প্রতিদানে তাঁর সাংসদ পদই কেড়ে নেওয়া হল !

Last Updated : Mar 26, 2023, 4:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details