নয়াদিল্লি, 26 মার্চ: "আপনারা (বিজেপি) সবসময় পরিবারতন্ত্র (পরিবারবাদ) নিয়ে কথা বলেন ৷ আমি আপনাদের কাছে জানতে চাই প্রভু রাম কে ছিলেন ? তিনিও কি পরিবারতন্ত্রে বিশ্বাসী (পরিবারবাদী) ছিলেন ? পাণ্ডবরাও কি পরিবারতন্ত্রী (পরিবারবাদী) ছিলেন ? কারণ, তাঁরা তাঁদের পরিবারের সংস্কৃতি রক্ষার জন্য লড়াই করেছিলেন ? আমাদের পরিবার এই দেশের মানুষের জন্য লড়াই করেছিলেন বলে কি আমাদের লজ্জিত হওয়া উচিত ? আমার পরিবার রক্তের বিনিময়ে এই দেশের গণতন্ত্রকে পুষ্ট করেছে !" বিজেপির বহু ব্যবহৃত এবং বহু পরিচিত অস্ত্র পরিবারতন্ত্র নিয়ে রবিবার এভাবেই পালটা হামলা চালালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra on Pariwarwad) ৷
রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়ার (Rahul Gandhi Disqualification as MP) প্রতিবাদে রবিবার দেশজুড়ে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছে কংগ্রেস ৷ দিল্লির রাজঘাটে সেই আন্দোলনের নেতৃত্ব দেন প্রিয়াঙ্কা ৷ সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Priyanka Gandhi slams Narendra Modi) ৷ তোপ দাগেন বিজেপি তথা গেরুয়া শিবিরের বিরুদ্ধেও (Priyanka Gandhi slams BJP) ৷ বিজেপি কথায় কথায় গান্ধি পরিবারের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তোলে ৷ এদিন রাজঘাট থেকে তারই জবাব দিলেন প্রিয়াঙ্কা ৷ তুলে ধরলেন গান্ধি পরিবারের গৌরবোজ্জ্বল অধ্যায় ৷ প্রশ্ন তুললেন, এমন পরিবারের সন্তান হয়ে সেই পরিবারের জন্য কি গর্বিত হওয়া উচিত নয় ?