পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Priyanka on Rahul Disqualification: শহিদ প্রধানমন্ত্রীর ছেলেকে বলছে মীরজাফর, তবু মাথা নোয়াবে না রাহুল: প্রিয়াঙ্কা - অধীররঞ্জন চৌধুরী

রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ একে প্রতিহিংসার রাজনীতি বলে কটাক্ষ করেছেন অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)৷

Priyanka Gandhi Vadra  Adhir Ranjan Chowdhury ETv bharat
অধীর ও প্রিয়াঙ্কা

By

Published : Mar 24, 2023, 5:36 PM IST

Updated : Mar 24, 2023, 7:33 PM IST

নয়াদিল্লি, 24 মার্চ: রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ (Rahul Gandhi disqualified) হওয়ায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka-Adhir on Rahul Disqualification)৷ তিনি বলেন, "শহিদ প্রধানমন্ত্রীর ছেলেকে বলছে মীরজাফর, অপমান করছে পরিবারকে ৷ তবু মাথা নত করবে না রাহুল ৷" তাঁর পরিবারকে অপমান করার জন্য কেন নমোকে সাজা শোনানো হয়নি এবং তাঁর সাংসদ পদ খারিজ করা হয়নি, সেই প্রশ্নও তোলেন প্রিয়াঙ্কা (Priyanka on Rahul Disqualification)৷ এ দিকে, কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীও (Adhir Ranjan Chowdhury) এই নিয়ে কেন্দ্রকে একহাত নিয়েছেন ৷ তাঁর দাবি, ভারত জোড়ো যাত্রার পর রাহুলের জনপ্রিয়তা বৃদ্ধিতে ভয় পেয়ে গিয়েই কেন্দ্রের 'স্বৈরাচারী সরকার' প্রতিহিংসার রাজনীতি করছে ৷

সুরাতের আদালত ফৌজদারি মানহানি মামলায় রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে 2 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করার পরদিনই সনিয়া-পুত্রের সাংসদ পদ খারিজ করে লোকসভার সচিবালয় ৷ এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছে বিরোধী দলগুলি ৷ তবে রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi Vadra) এ দিন সরাসরি আঙুল তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে ৷ তাঁর পরিবারের ঐতিহ্যের কথা তুলে ধরে কংগ্রেস নেত্রী পরপর টুইটে বিদ্ধ করেছেন নমোকে ৷

প্রিয়াঙ্কা হিন্দিতে যা লিখেছেন তার তর্জমা করলে দাঁড়ায়, "নরেন্দ্র মোদি, হ্যাঁ, আপনার দালালরা একজন শহিদ প্রধানমন্ত্রীর ছেলেকে বিশ্বাসঘাতক মীরজাফর বলেছে । আপনার একজন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন যে রাহুল গান্ধির বাবা কে ? কাশ্মীরি পণ্ডিতদের রীতি অনুসরণ করে, একটি ছেলে তাঁর পিতার মৃত্যুর পরে পাগড়ি পরেছিল, তাঁর পরিবারের ঐতিহ্য বজায় রাখতে...পুরো পরিবার এবং কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়কে অপমান করে আপনি প্রশ্ন করেছেন কেন তাঁরা নেহরু নাম রাখেন না । কিন্তু কোনও বিচারক আপনাকে দুই বছরের সাজা দেননি । আপনাকে সংসদ থেকে অযোগ্য করেনি ৷"

প্রিয়াঙ্কার কথায়, রাহুল একজন সত্যিকারের দেশপ্রেমের মতো আদানির লুট নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ তিনি প্রশ্ন তুলেছেন নীরব মোদি এবং মেহুল চোকসিকে নিয়ে । প্রিয়াঙ্কার প্রশ্ন, "আপনার বন্ধু গৌতম আদানি কি দেশের সংসদ এবং ভারতের মহান জনগণের চেয়ে বড় হয়ে উঠেছেন যে তাঁর লুট নিয়ে প্রশ্ন করা হলে আপনি ঘাবড়ে গিয়েছিলেন ?" তাঁর পরিবার রক্ত দিয়ে ভারতের গণতন্ত্রকে রক্ষা করেছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছেন বলে দাবি করেন প্রিয়াঙ্কা ৷

আরও পড়ুন:আদালতের নির্দেশের ফলেই রাহুলের সাংসদ পদ খারিজ, এতে কোনও রাজনীতি নেই; দাবি বিজেপির

তাঁর দাবি, তাঁর পরিবার ভারতের মানুষের জন্য আওয়াজ তুলেছে এবং প্রজন্মের পর প্রজন্ম সত্যের জন্য লড়াই করেছে । প্রধানমন্ত্রীকে কাপুরুষ হিসেবে অভিহিত করে কংগ্রেস নেত্রীর হুংকার, কেন্দ্র যা-ই করুক, 'ক্ষমতার জন্য ক্ষুধার্ত স্বৈরশাসকের' সামনে তাঁর পরিবার কখনও মাথা নত করেনি এবং কখনও মাথা নত করবেও না ।

রাহুলের সাংসদ পদ খারিজ করার জন্য কেন্দ্রকে একহাত নিয়েছেন কংগ্রেসের লোকসভার সাংসদ অধীররঞ্জন চৌধুরীও ৷ তিনি বলেন, রাহুল গান্ধির বিরুদ্ধে মোদি সরকারের পরিচালিত প্রতিহিংসার রাজনীতি প্রত্যক্ষ করছে দেশ । এটি প্রতিশোধমূলক রাজনীতির একটি ঘটনা ৷ ভারত জোড়ো যাত্রার পর রাহুল গান্ধি জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় তা মোদি সরকারের হজম হয়নি বলে তোপ দাগেন অধীর । তাঁর মতে, এটি একটি স্বৈরাচারী সরকারের একটি অত্যন্ত নিষ্ঠুর প্রদর্শন ৷

Last Updated : Mar 24, 2023, 7:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details