নয়াদিল্লি, 22 জানুয়ারি : ভোটের ময়দানে একলা লড়াই ৷ কিন্তু ফল প্রকাশের পর বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে জোটের দরজা খোলা রাখলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ আজ তিনি বলেন, ‘‘বিজেপিকে আটকাতে সব দলের জন্যই কংগ্রেসের দরজা খোলা থাকছে ৷’’ উত্তরপ্রদেশে কংগ্রেস কোনও জোট বাঁধতে পারেনি ৷ একাই লড়ছে ৷ এটা কি অন্য রাজ্যগুলির জন্য রোলমডেল ? প্রিয়ঙ্কা একে 'ডায়নামিক পলিসি' বলে উল্লেখ করেন ৷ অতীতে 2017-য় সমাজবাদী পার্টির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল কংগ্রেস ৷ তার আগে বিএসপির সঙ্গে ৷ এবার প্রিয়ঙ্কা গান্ধির উপর ভর করেই কঠিন লড়াইয়ে কংগ্রেস ৷ এদিন মায়াবতীর নীরবতা নিয়েও কটাক্ষ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (Priyanka Gandhi Vadra reaction over Mayawati Campaign and post poll alliance) ৷
মায়াবতীকে নিশানা করে কংগ্রেস নেত্রী বলেন, "আমি অবাক হয়েছি ৷ ছ-সাত মাস আগে আমরা ভেবেছিলাম দলটা সক্রিয় নয় ৷ হয়তো নির্বাচন এলে প্রচারে নামবে ৷" কিন্তু এখনও মায়াবতী নীরব ৷ এটা আমি বুঝতে পারছি না ৷ তিনি এত চুপচাপ কেন ?"