লখিমপুর খেরি, 12 অক্টোবর : আজ সকাল 9টা নাগাদ শুরু হবে 'অন্তিম আরদাস' ('antim ardas', the last prayer) ৷ 3 অক্টোবর 4 জন কৃষক প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনায় শেষ প্রার্থনা সভা লখিমপুর খেরিতে ৷ বিভিন্ন রাজ্য থেকে কৃষকেরা আসছেন এই অনুষ্ঠানে যোগ দিতে ৷ আসছেন কংগ্রেস নেত্রী তথা সাধারণ সম্পাদক (Congress General Secretary) প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷
কৃষক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন ভারতীয় কিষাণ ইউনিয়ন (Bharatiya Kisan Union, BKU) জানিয়েছে কোনও রাজনৈতিক নেতা এই অনুষ্ঠানে কৃষক নেতাদের সঙ্গে মঞ্চে থাকবেন না ৷ বিকেইউ নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait)-সহ, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড থেকে কৃষকেরা আসতে পারেন এই সংগঠিত প্রার্থনা সভায় ৷
বিকেইউ-এর জেলা সভাপতি অমনদীপ সিং (Amandeep Singh) বললেন, "তিকোনিয়া গ্রামের যেখানে এই দুর্ঘটনা ঘটেছিল, তার থেকে দূরে একটি মাঠে 'অন্তিম আরদাস'-এর প্রস্তুতি শুরু হয়েছে ৷" আরএলডি-র (Rashtriya Lok Dal, RLD) সর্বভারতীয় সম্পাদক অনীল দুবে (Anil Dubey) জানিয়েছেন তাদের নেতা জয়ন্ত চৌধুরীরও লখিমপুর খেরিতে যাওয়ার কথা রয়েছে ৷