নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর: নাবালিকা ধর্ষণের ঘটনায় মধ্যপ্রদেশ সরকারকে তুলোধনা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) তিনি অভিযোগ করেন, মধ্যপ্রদেশে বিজেপি সরকারের অপশাসন চলছে ৷ রাজ্য সরকার শিশু, মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ ৷
আজ সকালে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা লেখেন, "ভগবান মহাকালের শহর উজ্জয়িনীতে এক ছোট বাচ্চার সঙ্গে যে বর্বরতার ঘটনা ঘটেছে, তা সবাইকে চমকে দেবে ৷ তার উপর অত্যাচার হয়েছে ৷ তারপর সে আড়াই ঘণ্টা ধরে প্রত্যেকটি বাড়ির দরজায় সাহায্য চেয়ে কড়া নেড়েছে ৷ কিন্তু কোথাও কোনও সাহায্য পায়নি ৷ মহিলাদের সুরক্ষা ব্যবস্থায় মধ্যপ্রদেশের আইনকানুনের এই হাল ৷ 20 বছর ধরে বিজেপির কুশাসন চলেছে রাজ্যে ৷ এতে বাচ্চা, মহিলা, আদিবাসী, দলিত- কেউ সুরক্ষিত নেই ৷ লাডলি বোনের নাম করে নির্বাচনে নানারকম ঘোষণা করে কী লাভ ? এদিকে বাচ্চারা কোনও সুরক্ষা, সাহায্য কিছু পাচ্ছে না ৷"
মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের রাস্তায় এক নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৷ সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল ৷ জানা যায়, মাত্র 12 বছর বয়সী ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে ৷ সে রক্তাক্ত অবস্থায় ঘুরে বেড়িয়েছে এবং সাহায্য চেয়েছে ৷ কিন্তু কোথাও থেকে কোনও সাহায্য় পায়নি ৷ বুধবার তাকে হাসপাতালে ভরতি করা হয় ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, তার অবস্থা সংকটজনক হলেও আপাতত স্থিতিশীল ৷