খান্ডোয়া (মধ্যপ্রদেশ), 24 নভেম্বর: গত 7 সেপ্টেম্বর শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) ৷ প্রায় আড়াইমাস পর ওই দলের এই কর্মসূচিতে যোগ দিলেন কংগ্রেসের (Congress) সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ তাঁর সঙ্গে এদিন ছিলেন তাঁর স্বামী রবার্ট বঢরা এবং তাঁর ছেলে রেহান ৷
তামিলনাড়ুর (Tamil Nadu) কন্যাকুমারী থেকে এই যাত্রা শুরু হয়েছে ৷ প্রথম থেকেই এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন কেরলের ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ একাধিক রাজ্য ঘুরে যাত্রা এখন পৌঁছেছে মধ্যপ্রদেশে ৷ বৃহস্পতিবার ছিল ওই রাজ্যে এই যাত্রার দ্বিতীয়দিন ৷ এদিন ওই রাজ্যের খান্ডোয়া জেলার বরগাঁতে এই কর্মসূচিতে অংশ নেন প্রিয়াঙ্কা ৷ ছিলেন রাহুলও ৷